কর্মসংস্থানের ব্যাপক সুযোগ এনে দিল ফিউচার গ্রুপের ‘বিগ বাজার’। ৪৬ হাজারেরও বেশি শূন্যপদে চলছে লোক নিয়োগ। দশম কিংবা দ্বাদশ শ্রেণি পাস করলেও রয়েছে প্রচুর চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। অভিজ্ঞ কিংবা অনভিজ্ঞ দুটি ক্ষেত্রেই সুযোগ রয়েছে। বেতনও অনেক বেশি। জেনে নিন সেই চাকরির সম্পর্কে খুঁটিনাটি তথ্য।
মোট শূন্যপদ- ৪৬,১৫০
যে সব পদের নিয়োগ: স্টোর ম্যানেজার, রিটেল এক্সিকিউটিভ, বোমিং সেলস এক্সিকিউটিভ, রিটেল হেড, ডেপুটেশন সেলস, এক্সিকিউটিভ, রিটেল ফ্যাশন কনসালট্যান্ট, রিটেল সেলস অ্যাসোসিয়েটিভ, কাউন্টার সেলস এক্সিকিউটিভ, শোরুম ম্যানেজার,
বয়সের উর্দ্ধসীমা- ১৮ থেকে ৫০
যোগ্যতা- নূন্যতম দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়া দ্বাদশ উত্তীর্ণ, স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হয়ে। অভিজ্ঞ আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন- মাসে ২১,৫৭০ থেকে শুরু করে ৪৮,৫৫০ টাকা। আবেদনের শেষ তারিখ – ১ অগাস্ট, ২০১৭
কিভাবে আবেদন করবেন:
Big Bazaar কিংবা ফিউচার গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটগুলি হল futuregroup.in/careers, www.bigbazaar.com. ওই ওয়েবসাইটগুলিতে গিয়ে careers অপশনে গিয়ে ক্লিক করতে হবে।
মোট শূন্যপদ- ৪৬,১৫০
যে সব পদের নিয়োগ: স্টোর ম্যানেজার, রিটেল এক্সিকিউটিভ, বোমিং সেলস এক্সিকিউটিভ, রিটেল হেড, ডেপুটেশন সেলস, এক্সিকিউটিভ, রিটেল ফ্যাশন কনসালট্যান্ট, রিটেল সেলস অ্যাসোসিয়েটিভ, কাউন্টার সেলস এক্সিকিউটিভ, শোরুম ম্যানেজার,
বয়সের উর্দ্ধসীমা- ১৮ থেকে ৫০
যোগ্যতা- নূন্যতম দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়া দ্বাদশ উত্তীর্ণ, স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হয়ে। অভিজ্ঞ আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন- মাসে ২১,৫৭০ থেকে শুরু করে ৪৮,৫৫০ টাকা। আবেদনের শেষ তারিখ – ১ অগাস্ট, ২০১৭
কিভাবে আবেদন করবেন:
Big Bazaar কিংবা ফিউচার গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটগুলি হল futuregroup.in/careers, www.bigbazaar.com. ওই ওয়েবসাইটগুলিতে গিয়ে careers অপশনে গিয়ে ক্লিক করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন