ফেরবুকের মাধ্যমে অবাধ প্রতারণা - Aaj Bikel
ফেরবুকের মাধ্যমে অবাধ প্রতারণা

ফেরবুকের মাধ্যমে অবাধ প্রতারণা

Share This


আজ বিকেল: সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা বিশ্বকে হাতের মুঠোয় পেয়েছে আম আদমি। জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গিয়েছে ফেসবুক-টুইট্যার। প্রযুক্তির গতির সঙ্গে পাল্লা দিয়ে হাতে হাতে পৌঁছে গিয়েছে মুঠোফোন। ইন্টারনেট। ডিজিটাল দুনিয়ায় এগিয়ে চলেছে দেশ। চলছে তারই প্রচার। কিন্তু এই ডিজিটাল দুনিয়ার সৌজন্যে অপরাধ জগতের আঁতুড় ঘরে ঢুকে পড়ছে যুব-সমাজ। ব্যতিক্রম নয় সীমান্ত শহর বনগাঁ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধে হাত পাকাচ্ছে একদল তরুণ-তরুণী। বনগাঁ শহরের বুকে ঘটে চলেছে একের পর প্রতারণার ঘটনা। ফেসবুকে বন্ধু পাতিয়ে চলছে চলেছে প্রতারণার। কখনও শারীরিক সম্পর্কের টোপ দেওয়া হচ্ছে, কখনও আবার নিখুঁত প্রেমের গল্প বানিয়ে চলছে দেদার প্রতারণার। 

আজ বিকেল ই-সংস্করণ পড়ুন- আজ বিকেল

সম্প্রতি, এমনই এক প্রতারণা চক্রের খপরে পড়ে প্রায় ৬০হাজার টাকা খুইয়েছেন বনগাঁ ব্লকের গোপালনগরের এক যুবক। নাম অপ্রকাশিত রাখার শর্তে বছর ২৭-র এক যুবক জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথা। ঘটনার বিবরণে ওই যুবক জানিয়েছেন, মাস ছ'য়েক আগে ফেসবুকে বছর ২১-র এক যুবতীর সঙ্গে পরিচয় হয় তাঁর। নিয়মিত চ্যাট হতে থাকে। যোগাযোগও তৈরি হয়। গড়ে ওঠে সম্পর্ক। মাস ছয়েকর সম্পর্ক চূড়ান্ত ঘনিষ্ঠতার মাত্রা পায়।

কিন্তু, এর পরই শুরু হয় প্রতারণা। নানা অছিলায় ওই যুবতী টাকা দাবি করতে শুরু করে। দামী উপহার সহ রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া এমনকী, হাত খরচের দাবিও করতে থাকে ওই তরুণী। অভিযোগ, মায়ের অসুস্থতার অজুহাত দেখিয়ে ওই যুবকের কাছ থেকে ৬০হাজার টাকা নেয় তরুণী। টাকা নেওয়ার পর ওই যুবককে ফেসবুকে ব্লক করে সম্পর্ক ছিন্ন করে তরুণী।    

পরে বিষয়টি সন্দেহ হওয়ায় তরুণী খোঁজ শুরু হয়। ফেসবুকে ফেক আইডি তৈরি করে ওই যুবতীর সঙ্গে যোগাযোগ করে ওই যুবক। সেখানেও তাকে একই ভাবে টোপ দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই যুবক জানতে পারেন, বনগাঁ  শহরের ফটোগ্রাফির নাম ভাঁড়িয়ে ফেসবুকে একাধিক গ্রুপ তৈরি করে প্রতারণার চক্রের সঙ্গে যুদ্ধ ওই তরুণী। ওই তরুণীর সঙ্গে আর তিন চার জনের একটি দল ফেসবুকের মাধ্যমে এমন প্রতারণার জাল ছড়িয়ে চালিয়ে যাচ্ছে জালিয়াতি।

কিন্তু কেন ঘটছে এমন ঘটনা? কী ভাবে বাড়ছে সাইবার অপরাধ? কীভাবে ঢুকছে অপরাধ মানসিকতা ? ফেসবুক মাধ্যমে অবাধ প্রতারণার অভিযোগে শুনে স্তম্ভিত সমাজের বিশিষ্টদের একাংশ। তবে, প্রতারণা ঠেকাতে অবিলম্বে সাইবার নজরদারি প্রয়োজন বলে মনে করছেন অনেকই।

আজ বিকেল পত্রিকার ই-সংস্করণ পড়ুন- আজ বিকেল

কোন মন্তব্য নেই: