মল্লারপুর : রবিবার সকালে বীরভূমের মল্লারপুরের রুকুনপুর গ্রামেউনুনের পাশে থাকা বোমা ফেটে গুরুতর জখম হল এক নাবালক ও তার মা। এদিন পুলিশ জানিয়েছে, রেবিনা বিবি নামে ওই মহিলা আজ সকালে ছেলেকে কোলে করে বাড়ির উঠোনে থাকা উনুনে চা করতে যাচ্ছিলেন। এদিকে উনুনের কাছে পড়ে ছিল একটি বোমা। বুঝতে না পেরে তিনি পা দিয়ে বোমাটিকে ঠেলে দিলে বিস্ফোরণ ঘটে। এর ফলে জখম হন রেবিনা বিবি ও তাঁর আট বছরের ছেলে। জখম অবস্থায় প্রথমে দু’জনকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। নাবালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, মহিলার অবস্থা আশঙ্কাজনক।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের। আমিরুল হক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, তিনি ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। কিন্তু, এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তাই তিনি কংগ্রেসের প্রতীকে ভোটে দাঁড়িয়েছেন। তাঁদের সমর্থন করায় তৃণমূলের লোকেরাই রেবিনার বাড়িতে বোমা রেখে থাকতে পারে বলে মনে হচ্ছে। যদিও এনিয়ে মুখ খোলেনি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনার জেরে হাতের চারটি আঙুল উড়ে গেছে রেবিনা বিবির। কোমরে চোট পেয়েছে তাঁর ছেলে। রেবিনা বিবির অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন