কমনওয়েলথে ভারতকে আট নম্বর সোনা এনে দিলেন জিতু রাই - Aaj Bikel
কমনওয়েলথে ভারতকে আট নম্বর সোনা এনে দিলেন জিতু রাই

কমনওয়েলথে ভারতকে আট নম্বর সোনা এনে দিলেন জিতু রাই

Share This

গোল্ড কোস্ট: কমনওয়েলথ গেমসে ভারতকে আট নম্বর সোনা এনে দিলেন বহু যুদ্ধে নায়ক জিতু রাই। সোমবার ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ২৩৫.১ পয়েন্ট সংগ্রহ করে সোনা জিতলেন জিতু রাই। একই সঙ্গে কমনওয়েলথের গেমসের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়লেন তিনি। কারণ এর আগে ২৩৫.১ পয়েন্ট কেউ কোনও দিন কমনওয়েলথ গেমসের ইতিহাসে অর্জন করতে পারেনি। অন্যদিকে ওই একই ইভেন্ট ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের আর এক শুটার ওম প্রকাশ মিথারওয়াল। তার সংগ্রহ ২১৪.৩ পয়েন্ট। এই ইভেন্টে রুপো পেয়েই সন্তুষ্ঠ থাকতে হল অস্টেলিয়ার কেরি বেলকে।

ফেভারিট হয়েই এই ইভেন্টে নেমেছিলেন জিতু রাই। সমর্থকদের নিরাশ না করে অনায়াসেই সোনা জিতলেন তিনি। তার এই জয়ের ফলে গোটা দেশ গর্বিত। ভারত ক্রীড়ামহলের মতে এই শুটিং বিভাগ থেকেই সব থেকে বেশি পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের।

কোন মন্তব্য নেই: