কমনওয়েলথ: বক্সিংয়ের মেরি কমের সোনার লড়াই - Aaj Bikel
কমনওয়েলথ: বক্সিংয়ের মেরি কমের সোনার লড়াই

কমনওয়েলথ: বক্সিংয়ের মেরি কমের সোনার লড়াই

Share This

প্রত্যাশার আলো জ্বালিয়ে কমনওয়েলথ গেমস ২০১৮-এ বক্সিংয়ের ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে মেরি কম।  কমনওয়েলথ গেমসের রিংয়ে না নেমেই পদক জয়ের সামনে এসে দাঁড়িয়েছেন মেরি কম। নিজের প্রথম বাউটেই যদি জিতে যান মেরি, তা হলে কমনওয়েলথ পদক নিশ্চিত হয়ে যাবে তাঁর। সিরিঞ্জ-কাণ্ডে ভারতীয় বক্সারদের মুক্তি পাওয়ার দিনেই ভাল একটা 'ড্র' পেয়ে গেলেন তাঁরা। ৪৮ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে মেরির প্রতিদ্বন্দ্বীতা করেন স্কটল্যান্ডের মেগান গর্ডনের সঙ্গে। সেমিফাইনালে ওঠার জন্য ব্রোঞ্জ নিশ্চিত হয়ে গেলে ৩৫ বছর বয়সি এই বক্সারের। মেয়েদের এই বিভাগে এ বার মাত্র আট জন বক্সার নামছেন।

কোন মন্তব্য নেই: