কমিশন-মঞ্চের বৈঠকে আদৌ মিটবে শিক্ষক নিয়োগের সমস্যা? - Aaj Bikel
কমিশন-মঞ্চের বৈঠকে আদৌ মিটবে শিক্ষক নিয়োগের সমস্যা?

কমিশন-মঞ্চের বৈঠকে আদৌ মিটবে শিক্ষক নিয়োগের সমস্যা?

Share This

আজ বিকেল: দীর্ঘ লড়াই আন্দোলনের পর মিলেছে সাফল্য৷ SSC-র বরফ গলাতে তৎপরও হয়েছে কমিশন৷ নিয়োগ সমস্যা মেটাতে আগামিকাল বুধবার পশ্চিমবঙ্গ এসএসসি চাকরি প্রার্থী মঞ্চের ছয় প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷ 

শিক্ষা ও চাকরির সমস্ত আপডেট পেতে  ‘facebook.com/Aajbikal/’ ফেসবুক পেজ লাইক করুন৷

 

জানা গিয়েছে, এদিনের এই বৈঠকের পশ্চিমবঙ্গ এসএসসি চাকরি প্রার্থী মঞ্চের প্রতিনিধিদের পাশাপাশি বামছাত্র সংগঠন DYFI ও SFI-এর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন৷ মূলত, পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি  রাজা নন্দীর নেতৃত্বে ২২ তারিখের কর্মসূচি গৃহীত হলেও আচার্য ভবন অভিযানে পা মিলিয়েছিল DYFI ও SFI৷

চাকরি সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে


পশ্চিমবঙ্গ এসএসসি চাকরি প্রার্থী মঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার চাকরি-প্রার্থীরা তাঁদের সমস্ত দাবি নিয়ে কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন৷ বৈঠক থেকে কোনও সমাধান-সূত্র না পাওয়া গেলে শিক্ষামন্ত্রী আগামী ২৯ তারিখ পশ্চিমবঙ্গ এসএসসি চাকরি প্রার্থী মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন৷

শিক্ষা সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে


তবে, এদিনের এই বৈঠকে অংশ নেওয়ার আগে কোন কোন ইস্যুতে আলোচনা হতে পারে, কোন বিষয়গুলিকে বেশি প্রাধান্য দেওয়া হতে পারে, কোন কেন বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে হবে, তার নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন চাকরিপ্রার্থীরা৷ চলছে, মতামত বিনিময়ের কাজ৷ বুধবারের বৈঠকের আগে মঞ্চের তরফে লাগাতার সাধারণ চাকরিপ্রার্থীদের মতামত সংগ্রহ করার কাজ চালিয়ে যাচ্ছে৷

এই প্রসঙ্গে  পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি  রাজা নন্দী বলেন, ‘‘স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পশ্চিমবঙ্গ এসএসসি চাকরিপ্রার্থী মঞ্চ ও DYFI , SFI-এর প্রতিনিধিদের সঙ্গে SSC চাকরিপ্রার্থীদের দাবি নিয়ে আলোচনার জন্য বুধবার বেলা ১২টায় বৈঠক ডেকেছেন৷ বুধবার ছ’জন প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকবেন৷ এই বৈঠক থেকে সমাধান সূত্র মিলবে আশা রাখিছি৷ তা না হলে শিক্ষামন্ত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে৷ তারপর নিজেদের দাবি আদায় না হলে আপারের দাবিতে লাগাতার জঙ্গি ও বৃহত্তর আন্দোলন হবে৷’’

আরও পড়ুন: নিজেই সওয়াল করে হাইকোর্টে বিএড পরীক্ষার্থীর বড় জয়

আরও পড়ুন: বিএড কোর্স করলে গর্ভবতী হওয়া যাবে না: কলেজ কর্তৃপক্ষ

আরও পড়ুন: কোথায় আছে চাকরির সুযোগ? নিখরচায় জাবানে শ্রম দফতর

কোন মন্তব্য নেই: