সাইকেলে নয় এবার থেকে মোটরবাইকে চেপে মাছ পৌঁছবে বাড়িতে, আশ্বাস সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর - Aaj Bikel
সাইকেলে নয় এবার থেকে মোটরবাইকে চেপে মাছ পৌঁছবে বাড়িতে, আশ্বাস সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর

সাইকেলে নয় এবার থেকে মোটরবাইকে চেপে মাছ পৌঁছবে বাড়িতে, আশ্বাস সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর

Share This


ডায়মন্ড হারবার  : সাইকেলের বদলে এবার থেকে মোটরবাইকে করে গ্রামে গ্রামে মাছ বিক্রি করতে দেখা যাবে মৎস্যজীবীদের। নতুন এই ছবি দেখা যাবে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। শনিবার দুপুরে ডায়মন্ড হারবারের সুলতানপুরে রাজ্য মৎস্য দফতরের উদ্যোগে চল্লিশজন মৎস্যজীবীর হাতে এই মোটরবাইক তুলে দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মৎস্যজীবীদের হাতে এই আইস বক্স যুক্ত মোটরবাইক তুলে দেওয়া হয় মৎস্যজীবীদের হাতে। মৎস্যজীবীরা যাতে দ্রুততার সঙ্গে তাদের মাছ নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামের মানুষের কাছে পৌঁছে যেতে পারেন সেই কারণেই এই ব্যবস্থা। মৎস্যজীবীদের হাতে শুধু মোটর বাইক তুলে দেওয়া নয়, সুলতানপুরে নতুন জেটি, মৎস্যজীবীদের জন্য নতুন ভবন সহ আরও বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয় মৎস্যজীবীদের জন্য। আগামী দিনে রাজ্য সরকার মৎস্যজীবীদের জন্য আরও নতুন নতুন প্রকল্প নিয়ে আসছে বলেও জানান মন্টুরাম পাখিরা।

কোন মন্তব্য নেই: