ভাড়া কমতে পারে শতাব্দীর বেশ কিছু রুটে - Aaj Bikel
ভাড়া কমতে পারে শতাব্দীর বেশ কিছু রুটে

ভাড়া কমতে পারে শতাব্দীর বেশ কিছু রুটে

Share This
যাত্রী টানতে ভাড়া কমতে পারে শতাব্দী এক্সপ্রেসের বেশ কিছু রুটে। গত বছর শতাব্দীর দু’টি রুটে ভাড়া কমানো হয়। এর ফলে ওই রুটে আয় বেড়েছে ১৭ শতাংশ। এবং যাত্রী সংখ্যাও বেড়েছে ৬৩ শতাংশ। এবার অন্যান্য রুটেও শতাব্দীর ভাড়া কমানোর কথা ভাবছে রেল। এজন্য দেশের ২৫টি রুটকে চিহ্নিত করেছে রেল। এক সরকারি আধিকারিক জানান, বেশি ভাড়ার কারণে শতাব্দীর যাত্রী সংখ্যা খুব কম। যার ফলে ওই সমস্ত রুটে লোকসানে চলছে। সেই কারণে শতাব্দীর ওই রুটগুলিতে ভাড়া কমানোর কথা ভাবা হচ্ছে।

সংবাদমাধ্যমকে ওই সরকারি কর্তা বলেন, গোটা বিষয়টি নিয়ে একটি প্রস্তাব খতিয়ে দেখছে রেল। গত বছর নয়াদিল্লি ও আজমির এবং চেন্নাই-মাইসুরু রুটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। তাতে দেখা যাচ্ছে, শতাব্দী এক্সপ্রেসে আয় ও যাত্রী দু’টিই বেড়েছে। রেলে ফ্লেক্সি ফেয়ার সিস্টেম চালু হওয়ার পর রাজধানী, শতাব্দী ও দুরন্ত-র মতো ট্রেনের ভাড়া অনেকটাই বেড়েছে। যে কারণে ওইসব ট্রেনের বহু আসন খালি থাকছে। দেশের ৪৫টি রুটে শতাব্দী এক্সপ্রেস চলে। ফলে কোপ পড়ে শতাব্দী এক্সপ্রেসের উপরও।

কোন মন্তব্য নেই: