মুম্বই : তথ্য ফাঁসের ভয়ে এবার ডিলিট ফেসবুক মুভমেন্টে নাম লেখালেন বলিউড অভিনেতা ফারহান আখতার। নিজের ফেসবুক অ্যাকাউন্ট বরাবরের জন্য ডিলিট করেছেন অভিনেতা। ট্যুইট করে এই কথা জানিয়েছেন অভিনেতা ।
ট্যুইটে ফারহান লিখেছেন, আমি আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেছি। তবে ফারহান আখতার লাইভ পেজ এখনও অ্যাকটিভ রয়েছে। হলিউটে শুরু হয়ে গিয়েছে ডিলিট ফেসবুক মুভমেন্ট। ইতিমধ্যেই জিম ক্যারি থেকে শুরু করে ইলোন মাস্ক ফেসবুক ছেড়ে দিয়েছেন । সেই রেশ এবার এসে পৌঁছেছে বলিউডেও।
প্রসঙ্গত, সপ্তাহান্তে একটি খবর প্রকাশ্যে আসে যে, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার চলাকালীন ৫০ মিলিয়ন ফেসৱুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহার করেছে কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি বেসরকারি সংস্থা (রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান)| ফেসৱুকের তরফে ওই সংস্থাকে সমস্ত তথ্য মুছে ফেলার কথা বলা হলেও, সম্ভবত সমস্ত তথ্য রেখেই দিয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা নামে ওই সংস্থা|
৫০ মিলিয়ন ফেসৱুক ব্যবহারকারীর তথ্য কাজে লাগিয়ে মার্কিন নির্বাচনের ফল রিপাবলিকানদের পক্ষে আনার চেষ্টা করে ওই সংস্থা| এই ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগসূত্র হল এই যে, ট্রাম্প শিবিরের সমর্থক ও আর্থিক পৃষ্ঠপোষক রবার্ট মার্সার ১৫ কোটি ডলার দেন কেমব্রিজ অ্যানালিটিকা নামে ওই সংস্থাকে| ফেসৱুক ‘বিপদে’ এই মুহূর্তে রীতিমতো শঙ্কিত গোটা বিশ্ব|
এই ঘটনার জন্য ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ ব্রিটেন এবং আমেরিকার কয়েকটি প্রথম সারির সংবাদপত্রে ফুলপেজ বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন । ফেসবুক গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখার দায়িত্ব মাথা পেতে নিয়েছেন তিনি। এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাত্কার দিতে গিয়ে জুকারবার্গ বলেছেন, ‘এই ধরনের ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত|’ ফেসৱুক সিইও আরও জানিয়েছেন, ‘আরও আগে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল আমাদের| সম্ভবত এখানেই আমরা সবচেয়ে বড় ভুল করেছি|’
এছাড়াও একটি ফেসৱুক পোস্টে জুকারবার্গ জানিয়েছেন, ‘গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা ফেসৱুক-এর কর্তব্য| যদি তা না পারি, আমরা আপনাদের পরিষেবা দেওয়ার যোগ্য নই|’ ফেসৱুক পোস্ট মারফত জুকারবার্গ আরও জানিয়েছেন, ‘আমি ফেসৱুক শুরু করেছি এবং দিনশেষে এই প্ল্যাটফর্মে যাই ঘটুক না কেন দায়-দায়িত্ব আমার|’
ট্যুইটে ফারহান লিখেছেন, আমি আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেছি। তবে ফারহান আখতার লাইভ পেজ এখনও অ্যাকটিভ রয়েছে। হলিউটে শুরু হয়ে গিয়েছে ডিলিট ফেসবুক মুভমেন্ট। ইতিমধ্যেই জিম ক্যারি থেকে শুরু করে ইলোন মাস্ক ফেসবুক ছেড়ে দিয়েছেন । সেই রেশ এবার এসে পৌঁছেছে বলিউডেও।
প্রসঙ্গত, সপ্তাহান্তে একটি খবর প্রকাশ্যে আসে যে, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার চলাকালীন ৫০ মিলিয়ন ফেসৱুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহার করেছে কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি বেসরকারি সংস্থা (রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান)| ফেসৱুকের তরফে ওই সংস্থাকে সমস্ত তথ্য মুছে ফেলার কথা বলা হলেও, সম্ভবত সমস্ত তথ্য রেখেই দিয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা নামে ওই সংস্থা|
৫০ মিলিয়ন ফেসৱুক ব্যবহারকারীর তথ্য কাজে লাগিয়ে মার্কিন নির্বাচনের ফল রিপাবলিকানদের পক্ষে আনার চেষ্টা করে ওই সংস্থা| এই ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগসূত্র হল এই যে, ট্রাম্প শিবিরের সমর্থক ও আর্থিক পৃষ্ঠপোষক রবার্ট মার্সার ১৫ কোটি ডলার দেন কেমব্রিজ অ্যানালিটিকা নামে ওই সংস্থাকে| ফেসৱুক ‘বিপদে’ এই মুহূর্তে রীতিমতো শঙ্কিত গোটা বিশ্ব|
এই ঘটনার জন্য ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ ব্রিটেন এবং আমেরিকার কয়েকটি প্রথম সারির সংবাদপত্রে ফুলপেজ বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন । ফেসবুক গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখার দায়িত্ব মাথা পেতে নিয়েছেন তিনি। এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাত্কার দিতে গিয়ে জুকারবার্গ বলেছেন, ‘এই ধরনের ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত|’ ফেসৱুক সিইও আরও জানিয়েছেন, ‘আরও আগে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল আমাদের| সম্ভবত এখানেই আমরা সবচেয়ে বড় ভুল করেছি|’
এছাড়াও একটি ফেসৱুক পোস্টে জুকারবার্গ জানিয়েছেন, ‘গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা ফেসৱুক-এর কর্তব্য| যদি তা না পারি, আমরা আপনাদের পরিষেবা দেওয়ার যোগ্য নই|’ ফেসৱুক পোস্ট মারফত জুকারবার্গ আরও জানিয়েছেন, ‘আমি ফেসৱুক শুরু করেছি এবং দিনশেষে এই প্ল্যাটফর্মে যাই ঘটুক না কেন দায়-দায়িত্ব আমার|’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন