মানুষের মনোভাব প্রকাশ পেয়েছে ত্রিপুরার ভোটের ফলাফলে : দিলীপ ঘোষ - Aaj Bikel
মানুষের মনোভাব প্রকাশ পেয়েছে ত্রিপুরার ভোটের ফলাফলে : দিলীপ ঘোষ

মানুষের মনোভাব প্রকাশ পেয়েছে ত্রিপুরার ভোটের ফলাফলে : দিলীপ ঘোষ

Share This

কলকাতা : ‘আভি তেরা ক্যায়া হোগা রে কালিয়া?’ অনেকটা ফিল্মি ঢংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ত্রিপুরার ভোটের ফলাফলের প্রতিক্রিয়া চাইলে দিলীপবাবু এই প্রশ্ন তোলেন।

দিলীপবাবু বলেন, মানুষের মনোভাব প্রকাশ পেয়েছে ত্রিপুরার ভোটের ফলাফলে। চলো পাল্টাই বলে বিজেপি ডাক দিতেই মানুষ সাড়া দিয়েছেন। বিজেপি-র সাধারণ কর্মীরা তো বটেই, সরবভারতীয় নেতৃত্ব বার বার এসেছেন ত্রিপুরায়। ১ শতাংশ ভোট থেকে রাতারাতি জিতে যাওয়া অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু মানুষের কাছে আগেই একটা ইতিবাচক বার্তা এসেছিল। ইঙ্গিত পাওয়া যাচ্ছিল একটা শুভ পরিবর্তনের। তার প্রতিফলন হল ভোটের ফলাফলে।

কোন মন্তব্য নেই: