কলকাতা : দক্ষিণ কলকাতার পাটুলিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি এটিএম লুঠের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে পাটুলির এন ব্লকের স্থানীয় বাসিন্দরা দেখতে পান এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি এটিএমে ভাঙচুর করা হয়েছে। ভাঙার চেষ্টা করা হয়েছে এটিএমের যন্ত্রটিকেও। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় স্থানীয় পাটুলি থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। পরে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এটিএ যন্ত্রটি ভাঙার চেষ্টা করা হলেও তা ভাঙতে পারেননি দুষ্কৃতিরা। অভিযুক্তদের ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তেরা অধরা।
অন্যদিকে স্থানীয় সূত্রের খবর এটিএমের যন্ত্র ভাঙার জন্য এটিএমের উল্টো দিকে থাকা একটি মাংসের দোকান থেকে বটি নিয়ে আনা হয়। পরে এটিএম থেকে টাকা লুঠ করতে না পেরে মাংসের দোকানে রাখা মুরগি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। এই ঘটনায় কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন