অমরনাথ বাস যাত্রায় ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করল গুজরাট সরকার - Aaj Bikel
অমরনাথ বাস যাত্রায় ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করল গুজরাট সরকার

অমরনাথ বাস যাত্রায় ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করল গুজরাট সরকার

Share This

আমেদাবাদ   : অমরনাথ যাত্রার জন্য গুজরাট সরকার বেশ কিছু নতুন নিয়ম চলি করার নির্দেশ দিয়েছে| এব্যাপারে সরকারের পক্ষ থেকে ইতি মধ্যেই সার্কুলার জারি করা হয়েছে| গুজরাট সরকার রাজ্যের সব কালেক্টর এবং আইপিএস আধিকারীকদের কাছে এই সার্কুলার পাঠিয়ে দিয়েছে| এই সার্কুলারে অমরনাথ যাত্রার বাস অপারেটরদের জন্য কিছু বিশেষ কুচু নিয়ম চালু করার কথা বলে হয়েছে| নতুন নির্দেশ অনুযায়ী ড্রাইভার এবং কন্ডাক্টারদের পাশাপাশি এবার থেকে যাত্রীদের বুলেটপ্রুফ জ্যাকেট পড়া বাধ্যতামূলক করা হয়েছে|

আসলে গত বছর অমরনাথ যাত্রার সময় আতঙ্কবাদীরা বাস যাত্রীদের ওপর গুলি চালিয়েছিল| নিরাপত্তার দিক সুরক্ষিত করতে এই নতুন নিয়ম চালু করা হয়েছে বলে জানা গিয়েছে| উল্লেখ্য, গত বছর অমরনাথ বাসযাত্রীদের ওপর আতঙ্কবাদীদের গুলি ছোড়ার ঘটনার ৬ যাত্রীর মৃত্যু হয়েছিল| সে ঘটনা ঠেকাতেই নতুন নিয়মের ওপর জোর দেওয়া হয়েছে| গুজরাট সরকারের পক্ষ থেকে যে নতুন নিয়ম চালু করা হয়েছে তাতে বলা হয়েছে, বাস চালকের বয়স যাতে ৫০ বছরের বেশি না হয়| বাস চালক ও বাসের লোকেশন জানার জন্য জিপিএস সিস্টেম চালু করা আবশ্যক| কোনও মতেই বাস যাতে চার বছরের পুরনো না হয়| এব্যাপারে বদদোরা ট্যুর অপারেটর এসোসিয়ানের সহসভাপতি সিদ্দিক গান্ধী এই নিয়মের তীব্র ভাষায় বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এই আদেশ পূরণ করা খুব কঠিন হবে। সিদ্দিক গান্ধী বলেছেন যে বুলেটপ্রুফ জ্যাকেট সাধারণ বাজারে পাওয়া যায় না, তাই এই সুবিধাটি কীভাবে সম্ভব!

কোন মন্তব্য নেই: