বিদেশি সংস্থার হাতে ব্যক্তিগত তথ্য, রাতারাতি প্লে স্টোর থেকে হাওয়া কংগ্রেসের অ্যাপ - Aaj Bikel
বিদেশি সংস্থার হাতে ব্যক্তিগত তথ্য, রাতারাতি প্লে স্টোর থেকে হাওয়া কংগ্রেসের অ্যাপ

বিদেশি সংস্থার হাতে ব্যক্তিগত তথ্য, রাতারাতি প্লে স্টোর থেকে হাওয়া কংগ্রেসের অ্যাপ

Share This


নরেন্দ্র মোদি অ্যাপের পর কংগ্রেসের অ্যাপ নিয়ে প্রশ্ন উঠতেই রাতারাতি তা গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাত হচ্ছে বলে দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন ফরাসি ওয়েব গবেষক বাপসিস্তে রবার্ট।

কংগ্রেসের অ্যাপ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অ্যাপটির সার্ভার সিঙ্গাপুরে রয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর সংযোজন, ভারতীয় রাজনৈতিক দলের অ্যাপের সার্ভার দেশে থাকাই উচিত। এরপরই প্লে স্টোর থেকে 'উইথ আইএনসি' অ্যাপটি সরিয়ে ফেলা হয়। তবে কঽগ্রেসের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি জানিয়েছেন, অ্যাপটি মাত্র ১৫ হাজার জন ডাউনলোড করেছিলেন। পরবর্তী কালে দলীয় কর্মীরা এই অ্যাপটিকে চালাতে না চাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোন মন্তব্য নেই: