কংগ্রেসের উদাসীনতার জন্যই কৃষকেরা আত্মহত্যা করছে : অমিত শাহ - Aaj Bikel
 কংগ্রেসের উদাসীনতার জন্যই কৃষকেরা আত্মহত্যা করছে : অমিত শাহ

কংগ্রেসের উদাসীনতার জন্যই কৃষকেরা আত্মহত্যা করছে : অমিত শাহ

Share This


বেঙ্গালুরু  : কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যের শাসক দল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমিত শাহ। রাজ্যের কৃষকদের বেহাল অবস্থা কথা তুলে ধরে অমিত শাহ বলেন, কংগ্রেস শাসিত রাজ্যের তুলনায় বিজেপি শাসিত রাজ্যে কৃষকদের মৃত্যুর হার অনেক কম। বিগত ১৫ বছর ধরে গুজরাট, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় রয়েছে। আর এই সব রাজ্যে কৃষকদের আত্মহত্যার ঘটনা খুবই কম। কংগ্রেস সরকারের উদাসীনতার জন্যই কৃষকেরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে।

রাজ্যের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নিন্দায় মুখর হয়ে বিজেপি সভাপতি বলেন যে সিদ্দারামাইয়া ঘুমিয়ে রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের বেহাল অবস্থার উন্নতি হবে। অন্যদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিন্দায় মুখর হয়ে সভাপতি অমিত শাহ বলেন, 'একদিকে তাদের সভাপতি হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, শিখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে তাদের মুখ্যমন্ত্রী হিন্দুদের মধ্যে বিভাজন তৈরির করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের আর কোনও রাজনৈতিক দলে এরকম একাধিক বিরোধ দেখা যায় না।'

দেশের সার্বিক কৃষি উন্নয়ন প্রসঙ্গে বিজেপি সভাপতি আরও বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের বিষয়টি যে গুরুত্ব দিয়ে দেখছেন তা অতুলনীয়। প্রধানমন্ত্রীর কৃষি বান্ধব প্রকল্পগুলি কৃষকদের ভবিষ্যৎ উজ্জল করবে।'
প্রসঙ্গত, আগামী ১২ মে কর্ণাটকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ১৫ মে। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা জিততে মরিয়া বিজেপি। এর আগে কর্ণাটকে দক্ষিণের দরজা বলে অভিহিত করেছিলেন বিজেপি সভাপতি।

কোন মন্তব্য নেই: