কর্মরত অবস্থায় মৃত্যুতে মিলবে না বিমা - Aaj Bikel
কর্মরত অবস্থায় মৃত্যুতে মিলবে না বিমা

কর্মরত অবস্থায় মৃত্যুতে মিলবে না বিমা

Share This

নয়াদিল্লি: পিএফের সুবিধা পান, এমন কোনও ব্যক্তি যদি চাকরি করতে করতে মারা যান, তাহলে তাঁর পরিবারকে ন্যূনতম আড়াই লক্ষ টাকা বিমা দেওয়ার গ্যারান্টি দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। কিন্তু জিপিএফ গ্রাহকরা সেই সুযোগ পাবেন না। 

পি এফের ক্ষেত্রে এখনও পর্যন্ত এই বিমার সর্বোচ্চ অঙ্ক ছ’লক্ষ টাকা। কিন্তু যদি কেউ কম দিন কাজ করে মারা যান অথবা কারও মাইনে কম হয়, তাহলে তাঁর পরিবারের বিমা বাবদ কত পাওনা হবে, তার ঠিক ছিল না। এই ব্যাপারে সর্বনিম্ন কোনও অঙ্ক বেঁধে দেওয়া হয়নি। এবার আড়াই লক্ষ টাকার বিমা গ্যারান্টি দিয়ে সেই কাজটিই করেছে সরকার। তবে যাঁরা জিপিএফ গ্রাহক, তাঁরা এই সুবিধা পাবেন না বলেই জানাচ্ছেন দফতরের কর্তারা। তাঁরা বলছেন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকদের জন্যই এই সুবিধা দেওয়া হয়েছে। সরকারি কর্মী, যাঁরা জিপিএফ স্কিমের অন্তর্গত, তাঁদের জন্য এই সুবিধা নেই।

কোন মন্তব্য নেই: