হোলির সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত আট পূণ্যার্থী - Aaj Bikel
হোলির সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত আট পূণ্যার্থী

হোলির সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত আট পূণ্যার্থী

Share This

শিমলা: রঙের উত্সব হোলির দিন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায়| শুক্রবার বিলাসপুর জেলার স্বরঘাটে ২১ নম্বর জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে জলাধারে পড়ে গেল পূন্যার্থীবোঝাই একটি বাস| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের এবং আহত হয়েছেন একজন|

কোন মন্তব্য নেই: