যানজট কমাতে জল পথ দিয়ে যাবে পণ্যবাহী গাড়ি - Aaj Bikel
যানজট কমাতে জল পথ দিয়ে যাবে পণ্যবাহী গাড়ি

যানজট কমাতে জল পথ দিয়ে যাবে পণ্যবাহী গাড়ি

Share This

কলকাতা : হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু এবং আন্দুল রোডের যানজট কমানোর জন্য আগামী মাস থেকে পণ্যবাহী গাড়ি যাবে রো রো সার্ভিসের মাধ্যমে । সাঁকরাইল ও বোটানিক্যাল গার্ডেনে তৈরী হবে নয়া জেটি । জলপথ দিয়ে ২, ৩৪ ও ১১৭ নম্বর, এই ৩টি জাতীয় সড়কে পৌঁছবে পণ্যবাহী গাড়ি । ব্যবহার হবে না হাওড়া ও দ্বিতীয় হুগলি সেতু । ব্যবহার করা হবে না কল্যানীর ঈশ্বরগুপ্ত সেতুও । মঙ্গলবার একথা জানান কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান । ফলে আগামী মাস থেকে যানজট কমার সম্ভাবনা ।

এখন সংস্কারের কাজের জন্য সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণ করছে হাওড়া পুলিশ । এরপরেও ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত এই নিয়ন্ত্রণ জারি থাকবে বলে খবর । সাঁতরাগাছি সেতু বন্ধ থাকায় মুম্বই রোড বা কোনা এক্সপ্রেসওয়ে থেকে আসা যাত্রিবাহী গাড়ি বিকল্প রাস্তা হিসেবে আলমপুর-হাওড়া আমতা রোড, শানপুর হয়ে দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে শহরে ঢুকছে । আলমপুর থেকে আন্দুল রোড ধরেও আসছে বাস বা ছোট বড় পণ্যবাহী গাড়ি ।

 কিন্তু,নবান্ন, অর্থাৎ রাজ্যের মুখ্য প্রশাসনিক কার্যালয় থেকে মাত্র ১ কিলোমিটারের মধ্যে চুড়ান্ত যানজটে বিড়ম্বনা কারন হয়ে দাড়িয়েছে আন্দুল রোড । হাওড়ার আন্দুল রোড প্রায় ৪-৫ কিলোমিটার বিস্তীর্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাস্তময় রাস্তা । যা ন্যাশনাল হাই ওয়ে এনএইচ৬ ও এনএইচ২ এবং দেশের মেজর হাইওয়ে এনএইচ১৬-এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত । অপরদিকে দ্বিতীয় হুগলী সেতুর সাথে সরাসরি যুক্ত, যা কলকাতা , বারাসাত, নদীয়া প্রভৃতি জেলাগুলিতে যাতায়াতের একমাত্র সড়ক পথ । দেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া স্টেশন প্রত্যক্ষ ভাবে যুক্ত এই আন্দুল রোডের সাথে ।

কোন মন্তব্য নেই: