হোয়াটস অ্যাপে লস্কর-ই-তইবার গ্রুপে আমন্ত্রণ জানিয়ে এটিএস-এর নজরে রাজস্থানের পড়ুয়া - Aaj Bikel
demo-image
rlqm3qhecfhfi

হোয়াটস অ্যাপে লস্কর-ই-তইবার গ্রুপে আমন্ত্রণ জানিয়ে এটিএস-এর নজরে রাজস্থানের পড়ুয়া

Share This

লখনউ-জয়পুর : হোয়াটস অ্যাপে লস্কর-ই-তইবার গ্রুপে যোগদানের আমন্ত্রণ জানিয়ে উত্তরপ্রদেশ পুলিশ ও অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)এর নজরে রাজস্থানের নাবালক পড়ুয়া |

হোয়াটসঅ্যাপে 'ইনভিটেশন'কে ঘিরে নাজেহাল উত্তর প্রদেশ পুলিশ । রাজ্যের বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে আসছে একটি 'ইনভিটেশন'। সেটি পাঠানো হচ্ছে লস্কর-ই-তৈবা নামে একটি গ্রুপ থেকে। হোয়াটস অ্যাপে এমনি একটি ইনভিটেশনের মাধ্যমে লস্কর-ই-তইবার গ্রুপে যোগদানের আমন্ত্রণ পেয়ে পুলিশের দ্বারস্থ হন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। অভিযোগ দায়ের করেন লখনউয়ের সাইবার সেলে। পরে তদন্তে জানা যায়, ওই কাণ্ডের মূলে রয়েছে রাজস্থানের ভিসওয়াডা শহরের কয়েকজন নাবালক।

জানা গেছে, ক্লাস নাইনের কয়েকজন ছাত্র মিলে প্রথমে হোয়াটস অ্যাপে লস্কর-ই তইবার নামে একটি গ্রুপ বানায়। তারপর জনে জনে তাতে যোগদানের আমন্ত্রণ জানায় তারা। আমন্ত্রিতদের মধ্যে একজন লখনউয়ের বাসিন্দা। তিনি বিষয়টি পুলিশে জানানোর পর তদন্ত হয়। প্রকাশ্যে আসে বিষয়টি। ধরা পড়ে ওই নাবালক পড়ুয়াদের কার্যকলাপ। এটিএস-কে বিষয়টিতে নজর রাখতে বলা হয়েছে। মঙ্গলবার তাকে জেরা করবে এটিএস। এই গ্রুপটির উদ্দেশ্য কী, কারা রয়েছে এই গ্রুপটিতে তা এখনও স্পষ্ট নয়। এনিয়ে এখন তদন্ত চলছে।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages