খোয়া যাওয়া মোটর বাইক সমঝে নিলেন মূল মালিক - Aaj Bikel
খোয়া যাওয়া মোটর বাইক সমঝে নিলেন মূল মালিক

খোয়া যাওয়া মোটর বাইক সমঝে নিলেন মূল মালিক

Share This

পাথারকান্দি : করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার অন্তর্গত বারইগ্রাম ফাঁড়ির মৈনা এডি (অ্যান্ট ডেকয়টি) ক্যাম্পের কর্তব্যরত পুলিশ বাহিনীর হা‌তে উদ্ধারকৃত চুরির মোটর সাই‌কেল এবং দুটি মোবাইল হ্যান্ডসেট সমঝে নিয়েছেন এগুলির মূল মালিক।

খবরে প্রকাশ, গত ১৩ জানুয়া‌রি গ‌ভীর রা‌তে মৈনা এডি ক্যা‌ম্পের কর্তব্যরত পু‌লিশ যথাক্র‌মে মু‌জিবুর রহমান, অভি‌জিৎ চৌধুরী, আসার উদ্দিন প্রমুখ স্থানীয় ৮ নম্বর জা‌তীয় সড়‌কে নতুন নম্বরবিহীন ইয়ামাহা বাইক নি‌য়ে দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করেন। তাঁদের জেরার মুখে দামি মোটর সাইকেল ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় দুই চোর। বাইকের ডিকি থেকে উদ্ধার হয় দুটি নকিয়া মোবাইল হ্যান্ডসেট। এর পর উপযুক্ত প্রমাণ দর্শিয়ে চুরির মোটর বাইকটি নিয়ে যাওয়ার বিজ্ঞপ্তি জারি করে করিমগঞ্জ পুলিশ। সে অনুসারে আজ রবিবার নিজের বাইক এসে সমঝে নিয়েছেন তার মূল মালিক কাছাড় জেলার উধারবন্দের সিটি ক্লাব রোডের বাসিন্দা নির্মল দের ছেলে নিলোৎপল দে। পাথারকান্দি থানায় বাইক হস্তান্তর কার্যক্রমে নিলোৎপলবাবুর সঙ্গে ছিলেন উধারবন্দ থানার এসআই অম‌রেন্দ্রনাথ লস্কর।

তাঁর চুরি যাওয়া দামি মোটর বাইক পেয়ে পুলিশকর্মীদের কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন নিলোৎপল দে। পুলিশের এ ধরনের কাজে সন্তোষ ব্যক্ত করেছেন মৈনা গ্রামপঞ্চায়েত সভাপতি আব্দুল হামিদ তাপাদার প্রমুখ স্থানীয় বিশিষ্ট নাগরিকরা। নিলোৎপল জানিয়েছেন, গত ১ জানুয়ারি রাতে তাঁর নতুন ইয়ামাহা মোটর বাইক চুরি হয়েছিল। পরেরদিন উধারবন্দ থানায় বাইক চুরি সংক্রান্ত এক এফআইআর দায়ের করেছিলেন তিনি। পরবর্তীতে তা করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার অন্তর্গত মৈনা এডি ক্যাম্পের কর্তব্যরত পুলিশের তৎরপরতায় উদ্ধার হওয়ায় যারপরনাই কৃতজ্ঞ তিনি, জানান নিলোৎপল দে।

কোন মন্তব্য নেই: