স্টাফ রিপোর্টার, কলকাতা: ছাত্র নির্বাচনের দাবিতে উত্তাল যাদবপুর বিশ্ব বিদ্যালয়৷ চলছে অবস্থান-বিক্ষোভ-ঘেরাও কর্মসূচি৷ সোমবার বিকেল থেকে লাগাতার চলছে বিক্ষোভ৷ ছাত্র ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত চলবে বিক্ষোভ, হুঁশিয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের৷
রাতভর ঘোরাও থাকার পর উপাচার্য সুরঞ্জন দাশ বলেন, ‘‘ছাত্রদের আন্দোলন করার অধিকার রয়েছে৷ তবে, সমস্যা মেটাতে আলোচনায় বসার উচিত৷ আমরা কখনই ছাত্রদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করিনি৷ কখনও করবও না৷ তবে, নির্বাচনের দাবিতে পড়ুয়ারা যা করছে তা সঠিক নয়৷’’ ছাত্রভোট নিয়ে এদিন উপাচার্য বলেন,‘‘ ছাত্রদের প্রতি আমার বিশ্বাস আছে৷ বিশ্ববিদ্যালয়ের সমস্যা মেটাতে আমি সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছি৷ মুখ্যমন্ত্রীও ফোন করে বিষয়টি জানতে চেয়েছেন৷ আশা করি সেটা ওরা মেনে নেবে৷’’
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত করতে ছাত্র সংসদের বদলে ছাত্র কাউন্সিল চালুর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ ছাত্র কাউন্সিলের বিরুদ্ধে ছাত্র সংসদের দাবি জানিয়ে পড়ুয়াদের বিক্ষোভে অশান্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত অগস্টে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷ ঘেরাও করে রাখা হয় উপাচার্যকে৷ বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাসও দেওয় হয়৷ অভিযোগ, আশ্বাস দেওয়া হলেও পুনর্বিবেচনা করা হয়নি ছাত্রদের দাবি৷ আর তার জেরেই সোমবার এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক চলাকালীন অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন