স্টাফ রিপোর্টার, কলকাতা: শ্রমিকদের ন্যূনতম ১৮ হাজার টাকা মাসিক বেতন ও মহিলা শ্রমিকদের পুরুষদের সমান মজুরি দেওয়ার দাবিতে আগামী ১৭ জানুয়ারি ভারত বনধের ডাক দিল ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন৷ সিপিআইএমএলের শ্রমিক সংগঠন আইসিসিটিইউয়ের ডাকা রানি রাসমণির জনসভা থেকে বনধের ডাক দেওয়া হয়েছে খবর৷
শ্রমিক সংগঠনের দাবি, কেন্দ্রের মোদী সরকার শ্রমিক খাতে বরাদ্দ কমিয়ে শ্রমিকদের বঞ্চিত করছে৷ রাজ্য সরকার নির্মাণ শ্রমিকদের মুজরির বরাদ্দ টাকা অন্য খাতে ব্যয় করে তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে৷ সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করেও শ্রমিকরা তাঁদের প্রাপ্য মজুরি পাচ্ছেন না বলেও অভিযোগ৷
এদিনের এই জনসভা থেকে রাজ্যে মিড ডে মিলের কাজের সঙ্গে যুক্ত মহিলা শ্রমিকদের স্বীকৃতি, মজুরি-মর্যাদা বৃদ্ধি ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকারকে স্বীকৃতি দেওয়াও দাবি জানানো হয়৷ শ্রমিক ইউনিয়নের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে চা বাগানের শ্রমিক ও রাজ্যের খেটে খাওয়া মানুষদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি রাখতে পারেননি৷ ফলে, নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এবারের নির্বাচনের আগে চা বাগান শ্রমিকদের সমস্যা সমাধান না করা হলে সংগঠনের তরফে বড়সড় আন্দোলনে নামারও হুশিয়ারি দেওয়া হয়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন