কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিউটাউনে জমি দিছে রাজ্য সরকার - Aaj Bikel
কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিউটাউনে জমি দিছে রাজ্য সরকার

কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিউটাউনে জমি দিছে রাজ্য সরকার

Share This


কলকাতা : কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মোটামুটি ভাবে ৫ একর করে নিউটাউনে জমি দিছে রাজ্য সরকার । গতকালই ‘বিশ্ববাংলা বানিজ্য সম্মেলন’ এ জমি দানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয় । মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি জানান, এই দুই বিশ্ববিদ্যালয়কে মাত্র ১ টাকায় জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কলকাতা বিশ্ববিদ্যালয়কে নিউটাউনে ৫ দশমিক ৫২ একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এর জন্য বছরে মাত্র ১ টাকা করে দিতে হবে । একই শর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়কেও নিউটাউনে ৫ একর জমি দেওয়া হবে । সেই সঙ্গে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর স্বপ্ন নিউটাউনে একটা এডুকেশনাল হাব তৈরি হবে’। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের চিন্তা আছে, স্বপ্ন আছে নিউটাউনেও একটা এডুকেশনাল হাব তৈরি হোক । ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জমি রাজারহাট-নিউটাউনে আছে । কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেখানে জমি দিয়ে ক্যাম্পাস তৈরি করার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করেছে’।

রাজ্যের পরিষদীয় মন্ত্রী হিসেবে পার্থবাবু জানান, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ৩০ জানুয়ারি শুরু হবে । তিনি বলেন, ২৭ জানুয়ারি সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছেন অধ্যক্ষ । ৩০ জানুয়ারি রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে বিধানসভা । এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে তিনটি নতুন থানা তৈরি করবে রাজ্য সরকার । বীরভূমে মুরারই থানা ভেঙে তৈরি হবে পাইকর থানা । নদিয়ার হরিণঘাটা থানা ভেঙে তৈরি হবে মোহনপুর থানা । বকুলতলা থানা হবে জয়নগর থানা ভেঙে ।

এদিকে, রিষড়া বিধানচন্দ্র কলেজে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের এক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে । নাম শাহিদ হাসান খা ন। অভিযোগকারী ছাত্রীও ছাত্র পরিষদের সদস্য । ৪ জানুয়ারির এই ঘটনার সি সি টিভিফুটেজও প্রকাশ্যে এসেছে । এবিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, রিষড়ার ঘটনাটি আমি শুনিছি । দলের হুগলী জেলা সভাপতি ও মন্ত্রী তপন দাশগুপ্তের সঙ্গে কথা হয়েছে । পুরোনো ভিডিও দেখানো হচ্ছে । গোটা বিষয়ের রিপোর্ট চেয়েছি। সব দেখে সিদ্ধান্ত নেওয়া হবে । কাউকে রেয়াত করা হবে না ।

কোন মন্তব্য নেই: