নববর্ষে পুনরায় সাফল্য, পরীক্ষামূলক উৎক্ষেপণ পরমাণু বোমা বহণে সক্ষম অগ্নি-ফাইভ মিসাইলের - Aaj Bikel
নববর্ষে পুনরায় সাফল্য, পরীক্ষামূলক উৎক্ষেপণ পরমাণু বোমা বহণে সক্ষম অগ্নি-ফাইভ মিসাইলের

নববর্ষে পুনরায় সাফল্য, পরীক্ষামূলক উৎক্ষেপণ পরমাণু বোমা বহণে সক্ষম অগ্নি-ফাইভ মিসাইলের

Share This


ভুবনেশ্বর : পরমাণু বোমা বহণে সক্ষম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি-ফাইভের সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ করল ভারত| বৃহস্পতিবার সকাল ৯.৫৩ মিনিট নাগাদ ওডিশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে ইন্টারকন্টিনেন্টাল ৫০০০ কিলোমিটার রেঞ্জ সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল অগ্নি-ফাইভের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়| এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ‘পরমাণু বোমা বহণে সক্ষম ব্যালিস্টিক মিসাইল অগ্নি-ফাইভের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছি আমরা|’

এই মিসাইল ৫০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত বস্তুকে টার্গেট করতে সক্ষম| ১৭.৫ মিটার লম্বা এবং ২ মিটার চওড়া অগ্নি ফাইভের ওজন ৫০ টন| প্রসঙ্গত, ২০১৬ সালের ডিসেম্বর মাসে শেষবার অগ্নি-ফাইভের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল ভারত| তার আগে ২০১২, ২০১৩ এবং ২০১৫ সালে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়|

কোন মন্তব্য নেই: