নয়ডা : একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদের জেরে ব্যাটেলিয়নের এক সিআরপিএফ কর্মীকে গুলি করার অভিযোগ উঠল আর এক সিআরপিএফ কর্মীর বিরুদ্ধে| ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার গ্রেটার নয়ডা এলাকার সুত্যানা গ্রামের কাছে|
এদিন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পুলিশের ওই কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়েছে| পুলিশ আধিকারিক (গ্রামীণ) সুনীতি সিং জানিয়েছেন, ইকোটেক থানা এলাকার মোতায়েন কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের পুলিশ কর্মী মনোজ কুমার রায়ের সঙ্গে অন্য এক পুলিশ কর্মী সঞ্জীব কুমারের বচসা বাধে| এই বচসা চরমে উঠলে হঠাৎ সঞ্জীব তার সরকারী রাইফেল দিয়ে মনোজকে গুলি করে |
এই ঘটনায় ব্যাটেলিয়ানের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় | গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিত্সারত অবস্থায় তার মৃত্যু হয় |
পুলিশ জানিয়েছে মনোজের বাড়ি বিহারের গাজিপুর জেলার মহম্মদাবাদে| এদিকে এই ঘটনার পর পুলিশ সঞ্জীবকে গ্রেফতার করেছে| তার বাড়ি বিহারের ছাপরা জেলার নয়াগ্রামে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন