জয়পুর : পদ্মাবত নিয়ে বিতর্ক অব্যহত। এবার পদ্মাবতের মুক্তির বিরুদ্ধে সোচ্চার হলেন রাজস্থানের ক্ষত্রিয়রা। শনিবার পদ্মাবত সিনেমার মুক্তির বিরুদ্ধে চিতোরগড়ে ‘সর্বসমাজ’ নামে প্রতিবাদ কর্মসূচী আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন প্রায় ৫০০ রাজপুথ। যার মধ্যে ১০০ জন রাজপুত মহিলাও উপস্থিত ছিল। পরে কার্নিসেনার পক্ষ থেকে দাবি করা হয় পদ্মাবত মুক্তি পেলে তারা জহরব্রত বা আত্মবলিদান অবলম্বন করবেন। এছাড়াও সিনেমাটির মুক্তির বিরুদ্ধে দফায় দফায় আন্দোলন করার হুমকি দিয়েছেন তারা।
এই প্রসঙ্গে রাজপুথ সংগঠনের পক্ষ থেকে বীরেন্দ্র সিং জানিয়েছেন, আগামী ১৭ জানুয়ারি চিত্তরগড় জুড়ে জাতীয় সড়ক এবং রেল লাইন অবরোধ করা হবে। এছাড়াও এই বিষয়ে প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করবে কার্নি সেনার প্রতিনিধি দল। কিন্তু এত কিছুর পরেও যদি পদ্মাবত রাজস্থানে মুক্তি পায় তবে ২৫ জানুয়ারি জহরব্রত অবলম্বন করতে বাধ্য হবে রাজপুত মহিলারা। এর পাশাপাশি বীরেন্দ্র সিং বলেন ২৫ এবং ২৬ জানুয়ারি আন্দোলন করার কথা থাকলেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পদ্মাবত সিনেমার মুক্তির বিরুদ্ধে আন্দোলন ১৭ জানুয়ারি করা হবে। কার্নি সেনার পক্ষ থেকে হল মালিকদেরও হুমকি দিয়ে বলা হয়েছে যেসব প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। সেই সব প্রেক্ষাগৃহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অন্যদিকে গত বছর পয়লা ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল পদ্মাবতের। কিন্তু দেশজুড়ে প্রতিবাদ হওয়া সিনেমাটির মুক্তি দিন পিছিয়ে দেওয়া হয়। পরে সিনেমাটি নিজেদের রাজ্যে মুক্তি রুখতে কেন্দ্রের কাছে চিঠি দেয় গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ এমনকি এই সিনেমাটির বিরুদ্ধে সোচ্চার হন বিহার। পরে সেন্সর বোর্ড এক বিশেষজ্ঞ প্যানেল সিনেমাটি দেখায়। অবশেষে কয়েকটি দৃশ্য বাদ দিয়ে সিনেমাটি মুক্তি পেতে চলেছে ২৫ জানুয়ারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন