পুন্যার্থী বোঝাই বাস উল্টে জখম ২৫ - Aaj Bikel
 পুন্যার্থী বোঝাই বাস উল্টে জখম ২৫

পুন্যার্থী বোঝাই বাস উল্টে জখম ২৫

Share This


দুর্গাপুর : ফের কুয়াশার জেরে দুর্ঘটনা। এবার জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেল পুন্যার্থী বোঝাই বাস। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে ২ নং জাতীয় সড়কের দুর্গাপুর মুচিপাড়া এলাকায়।
জানা গেছে, গত ৪ জানুয়ারী তীর্থযাত্রার উদ্দেশ্যে মহারাষ্ট্রের নিউগা এলাকা থেকে প্রায় ৫৫ জনের পূণ্যার্থী বোঝাই বাস রওনা দিয়েছিল। প্রথমে আগ্রা, দিল্লী,মথুরা, কাশি, গয়া হয়ে গঙ্গাসাগর মেলায় যাচ্ছিলেন। এদিন মকরসংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের জন্য যাচ্ছিলেন। ভোর ৩ টা নাগাদ দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২ নং জাতীয় সড়কের একটি ডিভাইডিং- এ ধাক্কা মারে। তারপরই বেসামাল হয়ে রাস্তার ওপর উল্টে যায়। ঘটনায় কমবেশী সকলে আহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর নিউটাউনশীপ থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে ২৫ জনকে ভর্তি করে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।জখম পূণ্যার্থী অঞ্জনা ওয়াই জানান,"এদিন রাতে বাসে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎই বাসটির ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায়। তখনই দেখি হুড়মুড়িয়ে বাসটি রাস্তার ওপর উল্টে যায়।" ঘটনার পর বাসটির চালক ও খালাসী পলাতক। পুলিশের অনুমান কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়া রাস্তা বুঝতে পারেনি চালক। কিম্বা রাতভর চালানোয় নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল চালক সে কারনে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছে।

কোন মন্তব্য নেই: