কলকাতা : রবিবার মকর সংক্রান্তির দিন পেট্রোল-ডিজেলের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেল কলকাতায় ৷ গত দেড় মাস ধরেই পেট্রোল,ডিজেলের দাম ধীরে ধীরে বেড়েই চলেছে এই শহরে ৷ রবিবার সকালে কলকাতায় পেট্রোলের দাম ৭৩ টাকা ৭৯ পয়সা ৷ আর ডিজেলের দাম ৬৪ টাকা ২২ পয়সা ৷
যদিও এখন পেট্রোল-ডিজেলের দাম এখন আর কেন্দ্রীয় সরকার নির্ধারণ করে না ৷ বিশ্বের বাজারের সঙ্গে সাযুজ্য রেখে রোজ ওঠানামা করে পেট্রোল-ডিজেলের দাম ৷ রোজ রাতে দাম ঠিক করা হয় ৷ তাদের ঠিক করা দামই পরের দিন সকাল ৬টা থেকে চালু হয় ৷ তবে রবিবার সকালে ডিজেলের দাম বৃদ্ধির সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে ৷ এদিন শহরে লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ৬৪ টাকা ২২ পয়সায় । ডিজেলের দামের ক্ষেত্রে এটাই সর্বকালীন রেকর্ড । এর আগে রেকর্ড ছিল ২০১৪ সালে অগাস্ট মাসে ৬৩ টাকা ৷
২০১৫ সালের পর এই প্রথম ডিজেলের দাম এতটা বাড়ল ৷ তাছাড়া গত কয়েকদিন ধরেই ডিজেলের দাম একটু একটু করে বাড়ছে ৷অন্যদিকে পেট্রোলের দামও ক্রমশ বাড়ছে ৷ গত বছর পয়লা ডিসেম্বর পেট্রোলের লিটার প্রতি দাম ছিল ৬৭ টাকা ৭১ পয়সা । সেখান থেকে মাত্র দেড়মাসে পেট্রোলের দাম প্রায় ৬ টাকা বাড়ল ৷ যা বেশ অস্বাভাবিক বলেই অর্থনীতিবিদদের দাবি ৷ এর ফলে ভোগান্তির মুখে পড়তে হবে সাধারণ মানুষকে ৷ যাঁরা নিয়মিত গাড়ি ব্যবহার করেন, তাঁরাই সমস্যার মুখে পড়বেন ৷ এত পরিমাণে দাম বাড়ায় স্বভাবতই চিন্তায় শহরবাসী ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন