আগরতলা : রাজ্য বিধানসভায় পেশ করা তথ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী আত্মহত্যার মাত্রা দেশের যে কোনও রাজ্যের তুলনায় জনসংখ্যার অনুপাতে ত্রিপুরায় সব থেকে বেশি। আত্মহত্যার এই সংখ্যার মধ্যে একটি বড় অংশ কৃষকরা রয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা রতনলাল নাথ।
সাংবাদিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনাকালে রতনলাল নাথ বলেন, "রাজ্যে আত্মহত্যার মাত্রা অন্য যে কোনও রাজ্যের তুলনায় বেশি। আত্মহত্যার এই সংখ্যা সংক্রান্ত বিষয়ে বিধানসভায় বিভিন্ন সময়ে বিস্তর আলোচনা হয়েছে। বিরোধী দলের তরফে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর জবাবও চাওয়া হয়েছিল। প্রকৃতপক্ষে রাজ্যের বেকার সমস্যা এবং বামপন্থীদের দ্বারা সৃষ্ট সামাজিক অবস্থা আত্মহত্যার মূল কারণ। মহিলাদের তুলনায় পুরুষদের আত্মহত্যার হার এই রাজ্যে বেশি।"
রতনলাল নাথ বলেন, "ত্রিপুরায় কৃষকদের আত্মহত্যা নেই বলে সিপিআইএম প্রচার করে। অন্যান্য রাজ্যের ঘটনা তুলে করে নানা ভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে তারা। এ সব তথ্য অবাস্তব। ত্রিপুরায় কৃষকরা ব্যাপকহারে আত্মহত্যা করেন। কিন্তু তা প্রকাশ্যে আসে না। আত্মহত্যার পর থানায় ঘটনা লিপিবদ্ধ করা হয়। অন্যান্য রাজ্যে মৃত ব্যক্তির উপজীবিকা নথিভুক্ত থাকে। কিন্তু ত্রিপুরায় ঘটনা লিপিবদ্ধ করার ক্ষেত্রে বিষয়টি উহ্য রাখা হয়। বিষয়টিকে ইচ্ছাকৃত ভাবে গোপন রাখা হয় যা অন্যান্য রাজ্যে কখনও হয় না। ত্রিপুরায় কৃষক আত্মহত্যার বিষয়টি সরকার ইচ্ছাকৃত ভাবে গোপন রাখে।"
উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় ক্রমবর্ধমান আত্মহত্যার প্রবণতা নিয়ে বিধানসভায় বিস্তর আলোচনা হয়েছে। বিধায়ক রতনলাল নাথের তথ্য অনুযায়ী রাজ্যে প্রতিদিন কোথাও না-কোথাও আত্মহত্যার ঘটনা সংঘটিত হচ্ছে। প্রসঙ্গত, রাজ্যের লোকসংখ্যা মাত্র ৩৬ লক্ষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন