নয়াদিল্লি : পঞ্জাবে লোহড়ি উৎসব উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার সোশ্যাল মিডিয়া ট্যুইটারে এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘লোহড়ি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই উৎসব সবার জন্য আনন্দ, ভাল স্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আসুক।’ হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতেই এদিন লোহড়ি উপলক্ষ্যে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি|
উল্লেখ্য, প্রতি বছর শীতকালে এই উৎসবে মেতে ওঠে পঞ্জাবের সাধারণ মানুষ। শিখ এবং হিন্দু সম্প্রদায় এই উৎসব উদযাপন করলেও আদতে এটা কৃষকদের উৎসব। মকর সংক্রান্তি আগের রাতে এই উৎসব উদযাপন করা হয়। শীতকালে সমাপ্ত উপলক্ষ্যে এই উৎসব উদযাপন করা হয়। বিশাল আগুন জ্বালিয়ে তাঁর চারিদিকে ঘুরে এবং লোক সংগীত গেয়ে এই উৎসব পালন করা হয়। পরে সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন