আগরতলা : প্রতিশ্রুতি মত ৪০ জন মাদ্রাসা শিক্ষককে সরকারের বকেয়া বেতন দিলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব | জানাগেছে রবিবার বিপ্লব কুমার দেব মাদ্রাসার শিক্ষকদের বেতন বাবদ ৫ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন। আর সোমবার তিনি তার স্ত্রীর একাউন্ট থেকে এই অর্থ বাবদ চেক মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন বলে জানাগেছে।
মকর সংক্রান্তির দিনে সস্ত্রীক সোনামুড়া সফর করলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব । রবিবার তিনি সোনামুড়া মণ্ডলের বটতলীতে পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত বাৎসরিক মেলা সফর করেন তিনি। পরে তিনি ঐতিহাসিক স্মৃতি বিজড়িত রাধাকৃষ্ণ মন্দিরে যান এবং আশীর্বাদ গ্রহণ করেন। ফেরার পথে বিপ্লব কুমার দেব মেলাঘরের ঘিলাতলী এলাকায় জামিয়া ইসলামিরা মাদ্রাসায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নেন। সেখানে তিনি মাদ্রাসার শিক্ষকের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং জানতে পারেন গত ছয়মাস ধরে মাদ্রাসার মোট ৪০ জন শিক্ষক বেতন পাচ্ছেন না।
সাথে সাথে বিপ্লব কুমার দেব ওই মাদ্রাসার শিক্ষকদের বেতন বাবদ ৫ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন। রবিবারের এই ঘোষণার খবর প্রচার হতেই সংখ্যালঘু শিক্ষক মহলে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে। আর সোমবার তিনি তার স্ত্রীর একাউন্ট থেকে এই অর্থ বাবদ চেক মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন