প্রাইমারি স্কুলে শিক্ষকতার টেট পরীক্ষার নমুনা প্রশ্ন (পরিবেশ বিদ্যা) - Aaj Bikel
প্রাইমারি স্কুলে শিক্ষকতার টেট পরীক্ষার নমুনা প্রশ্ন (পরিবেশ বিদ্যা)

প্রাইমারি স্কুলে শিক্ষকতার টেট পরীক্ষার নমুনা প্রশ্ন (পরিবেশ বিদ্যা)

Share This

 

রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষকতার জন্য অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতার সঙ্গে টেট পাশ হওযা চাইই৷

পরীক্ষার প্রস্তুতি সহায়তার জন্য ধারাবাহিকভাবে দেওযা হবে আজ বিকেল প্র্যাকটিস সেট৷ আজ দেওয়া হল পরিবেশ বিদ্যার উপর ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা৷


পরিবেশ বিদ্যা

১. CFCপুরো নাম হল

(ক) কার্বন ফ্লরো কার্বন (খ) কার্বন নিফেরাস কার্বন (গ) ক্লোরো ফ্লুরো কার্বন (ঘ) ক্লোরিনেটেড কার্বন


২. বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম

(ক) হাইগ্রমিটার (খ) হাইড্রোমিটার (গ) ভোল্টমিটার (ঘ) ল্যাক্টোমিটার


৩. সাইক্লোনের ঘূর্ণির মধ্যাঞ্চলকে বলে

(ক) চোখ (খ) নাক (গ) মাথা (ঘ) হৃৎপৃণ্ড


৪. নিচের কোনটি বন্যা নিয়ন্ত্রণের পদ্ধতি?

(ক) বন-সৃজন (খ) মৃত্তিকা ক্ষয়রোধ (গ) বাঁধ নির্মাণ (ঘ) উপরের সবগুলি


৫. ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট-এর রিপোর্ট অনুয়ায়ী কোনো অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কত শতাংশ কম হলে তাকে খরা বলা হবে?

(ক) ২৫ শতাংশ (খ) ৫০ শতাংশ (গ) ৬০ শতাংশ (ঘ) ৭৫ শতাংশ


৬. সরকারি তথ্য অনুযায়ী ভূপাল গ্যাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা কত?

(ক) ২৫০০ (খ) ৫৯০০ (গ) ৬৭০০ (ঘ) প্রায় ১০০০০


৭. এল নিনো শব্দের অর্থ হল

(ক) ভয়াবহ বন্যা (খ) খরা (গ) ছোট্ট ছেলে (ঘ) তাপপ্রবাহ


৮. কোন অঞ্চলে আয়নিত বায়ুর সঙ্গে সংঘর্ষে পৃথিবীর দিকে আগত উল্কাপিণ্ডগুলি ভষ্মীভত হয়?

(ক) ট্রোপোস্ফিযার (খ) স্ট্রয়াটোস্ফিযার (গ) আয়নোস্ফিয়ার (ঘ) থার্মোস্ফিযার


৯. আদি কোশের সৃষ্টি হয়েছিল

(ক) স্বাদুজলে (খ) স্থলে (গ) বায়ুতে (ঘ) সমুদ্রের জলে


১০. কোনো একটি নির্দিষ্ট প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন বিস্তীর্ণ অঞ্চল ও তাতে বসবাসকারী নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণীর সমুদায়কে বলে

(ক) বায়োম (খ) নেকটন (গ) বিয়োজক (ঘ) বেন্থস


উত্তর- ১. (গ) ২. (ক) ৩. (ক) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (ক) ৭. (গ) ৮. (গ) ৯. (ঘ) ১০. (ক)



আরও পড়ুন-
 

কোন মন্তব্য নেই: