কলকাতা: অধ্যক্ষদের এবার থেকে যাতায়াতের জন্য ছ’হাজার এবং মোবাইল ও ইন্টারনেটের জন্য আরও এক হাজার টাকা করে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল উচ্চশিক্ষা দফতর। ক’দিন আগে কলেজ অধ্যক্ষদের নিয়ে এক বৈঠকে শিক্ষামন্ত্রী নিজেই ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন৷ কিন্তু, মন্ত্রী যেমন বলেছিলেন, তার সঙ্গে বিজ্ঞপ্তিতে সামান্য ফারাক রয়েছে বলে অভিযোগ তুলছেন শিক্ষাবিদদের একাংশ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যক্ষদের ছ’হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। অর্থাৎ, কোনও কলেজের পরিচালন সমিতি চাইলে ছ’ হাজারের নীচেও অধ্যক্ষদের ভাতা দিতে পারবে। কেন এমন করা হল? উচ্চশিক্ষা দফতরের আধিকারিকদের মতে, কোনও অধ্যক্ষর বাড়ি যদি কলেজের পাশেই হয়, তাহলে তাঁকে ছ’হাজার টাকা দেওয়ার কী মানে? ফলে দূরত্ব বুঝে এই টাকা দেওয়া হবে। সেজন্য কোন কলেজ কত টাকা দেবে, সেটা তাদের উপরই ছাড়া হয়েছে৷
অধ্যক্ষ ও সহঅধ্যক্ষদের ভাতার কথা উল্লেখ করা হলেও, টিচার-ইন-চার্জ’রা কিন্তু এই ভাতা পাবেন না বলে জানা গিয়েছে। তাঁদের কোনও কথা উল্লেখ করা হয়নি এই বিজ্ঞপ্তিতে। অথচ বহু জায়গায় টিচার-ইন-চার্জরাই কলেজ চালাচ্ছেন। তবে, ইতিমধ্যে কলেজে অধ্যক্ষ নিয়োগ করার জন্য বিজ্ঞাপন দিয়েছে কলেজ সার্ভিস কমিশন। কিন্তু ততদিন টিচার-ইন-চার্জরা এই সাম্মানিক পাওয়া থেকে বঞ্চিত হবেন৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যক্ষদের ছ’হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। অর্থাৎ, কোনও কলেজের পরিচালন সমিতি চাইলে ছ’ হাজারের নীচেও অধ্যক্ষদের ভাতা দিতে পারবে। কেন এমন করা হল? উচ্চশিক্ষা দফতরের আধিকারিকদের মতে, কোনও অধ্যক্ষর বাড়ি যদি কলেজের পাশেই হয়, তাহলে তাঁকে ছ’হাজার টাকা দেওয়ার কী মানে? ফলে দূরত্ব বুঝে এই টাকা দেওয়া হবে। সেজন্য কোন কলেজ কত টাকা দেবে, সেটা তাদের উপরই ছাড়া হয়েছে৷
অধ্যক্ষ ও সহঅধ্যক্ষদের ভাতার কথা উল্লেখ করা হলেও, টিচার-ইন-চার্জ’রা কিন্তু এই ভাতা পাবেন না বলে জানা গিয়েছে। তাঁদের কোনও কথা উল্লেখ করা হয়নি এই বিজ্ঞপ্তিতে। অথচ বহু জায়গায় টিচার-ইন-চার্জরাই কলেজ চালাচ্ছেন। তবে, ইতিমধ্যে কলেজে অধ্যক্ষ নিয়োগ করার জন্য বিজ্ঞাপন দিয়েছে কলেজ সার্ভিস কমিশন। কিন্তু ততদিন টিচার-ইন-চার্জরা এই সাম্মানিক পাওয়া থেকে বঞ্চিত হবেন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন