রাজনীতি এড়িয়ে মণ্ডপ উদ্বোধন, নয়া বিতর্কে ক্লাব - Aaj Bikel
রাজনীতি এড়িয়ে মণ্ডপ উদ্বোধন, নয়া বিতর্কে ক্লাব

রাজনীতি এড়িয়ে মণ্ডপ উদ্বোধন, নয়া বিতর্কে ক্লাব

Share This
আজ বিকেল: শাসক দলকে এড়িয়ে মণ্ডপ উদ্বোধন করিয়ে শহরের বুকে রাজনৈতিক ‘বিপ্লব’ ঘটাল বনগাঁ  অভিজাত ক্লাব অভিযান সংঘ৷ রাজনৈতিক দলের তাবড় নেতাদের ‘এড়িয়ে’ প্রাক্তন ক্রিকেটারকে দিয়ে পুজো মণ্ডপের উদ্বোধনের ঘটনায় শাসক-বিরোধী উভয় শিবিরে শুরু হয়েছে কানাঘুসো৷ শাসকদলের দলের নেতাদের বেপরোয়া মনোভাব ও বিরোধী দলের রাজনৈতিক নিস্ক্রিয়তা কী এই ঘটনা জন্য দায়ী? নাকী, রয়েছে অন্যকোনও সমীকরণ?

যদিও, প্রাক্তন ক্রিকেটারকে দিয়ে পুজো উদ্বোধনের পেছনে ‘বিপ্লব’-রাজনৈতিক ‘সমীকরণে’র সমস্ত জল্পনায় জল ঢেলে ‘অভিযান সংঘে’র তরফে সাফ জানিয়েছে দেওয়া হয়েছে, ক্রিকেটকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত৷ শুধু ক্রিকেটকে গুরুত্ব দিতে গিয়েই কি বাদ গেল রাজনীতির রঙ? নাকী এর পেছনে রয়েছে শাসকদলের চোখরাঙানি-তোলাবাজির মতো গুরুতর অভিযোগ? বনগাঁর রাজনৈতিক মহলের একাংশের মাথায় এহেন প্রশ্ন ঘুরপাক খেলেও ‘উদ্বোধনী রাজনীতি’ মাখতে একেবারেই নারাজ ক্লাব কর্তৃপক্ষ৷ তাঁদের দাবি, যেহেতু ক্লাব একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, সেখানে জটিল রাজনীতি না আনাই ভালো৷ ক্লাবে রাজনীতির অনুপ্রবেশ ঘটলে তা যে বিপজ্জনক হয়ে ওঠে, তা সম্ভবত কর্তৃপক্ষেরও অজানা নয়৷ ফলে, ‘রাজনৈতিক বিতর্ক’ এড়াতে গিয়ে ‘উদ্বোধনী বিতর্কে’র জন্ম দিলেও অভিযানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বনগাঁ শহরের পর্যবেক্ষক মহলের একাংশ৷ তাঁদের  অনেকেই মনে করছেন, রাজনীতির রঙ এড়িয়ে প্রাক্তন ক্রিকেটারকে দিয়ে মণ্ডপ উদ্বোধনের করে সরকারি অনুদানের দু’লক্ষ টাকার মায়া কাটতে সক্ষম হল এই ক্লাব৷

ক্লাব সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠীর সন্ধ্যায় ঘটা করে মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়৷ বনগাঁর বিশিষ্টজনদের ডাকা  হয় ওই অনুষ্ঠানে৷ বিশিষ্টদের উপস্থিতিতে অভিযান সংঘের প্রাক্তন ক্রিকেটার উৎপল সমাদ্দার ওরফে রাজাদাকে দিয়ে মণ্ডপের উদ্বোধন করানো হয়৷ খবর, এদিনের অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের মঞ্চ আলো করে বসে থাকতে বা মাইক হাতে বক্তব্য রাখতেও শোনা যায়নি৷ তবে, ঢাকঢোল পিটিয়ে মণ্ডপ উদ্বোধন করা হলেও মঞ্চে নেতাদের অনুপস্থিত রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হরেছে৷

অনেকেই বলতে শুরু করেছেন, তাহলে কী শাসকদলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে এই ক্লাব? নাকি, শাসকদলের জনপ্রিয়তায় ভাটা পড়েছে? নাকি, বনগাঁ শহরে ক্ষমতা মুঠোয় রাখা তৃণমূল নেতাদের বেপরোয়া মনোভাব এই  ঘটনার জন্য দায়ী? এই নিয়ে জল-ঘোলা হলেও বিতর্কে পা বাড়াতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ৷ 

কোন মন্তব্য নেই: