কল্যাণী: ভাঙন-মাটির স্বাস্থ্যের অবনতি ও জলদূষণ এবং আবহাওয়ার পরিবর্তনের জেরে কৃষি উৎপাদনে ক্ষতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি৷ কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০-তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যপাল এই উদ্বেগ প্রকাশ করেন৷
তিনি বলেন, ‘‘দেশ স্বাধীন হওয়ার পর আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ছিলাম না৷ পরবর্তীকালে সবুজ বিপ্লবসহ একাধিক পরিকল্পনা আমাদের কৃষিক্ষেত্রে উৎপাদন ক্রমশ বাড়িয়েছে৷ তবে, বর্তমান জনসংখ্যার নিরিখে কৃষি উৎপাদন আশাব্যঞ্জক নয়৷ এই পরিস্থিতি মোকাবিলার জন্য কৃষির জন্য জমির পরিমাণ বাড়ানো প্রয়োজন৷ কিন্তু, বর্তমান অবস্থায় তা কখনও সম্ভব নয়। তবুও কৃষিতে উৎপাদন বাড়ানো অত্যন্ত প্রয়োজন৷’’
এদিন সমাবর্তন অনুষ্ঠান শেষে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, গত কয়েকদিন টানা বৃষ্টিতে ধান চাষে চরম ক্ষতি হয়েছে৷ তবে, কতটা, কী ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি৷ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটের ৪৬৯ জন ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করা হয়েছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন