নয়াদিল্লি: বেশকিছুদিন ধরেই তাদের সংস্থায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনা সামনে আসছিল৷ সেই বিষয়ে সতর্ক করে দিল ইন্টেলিজেন্স বুরো৷ চাকরিপ্রার্থীদের জাল বিজ্ঞাপনের শিকার না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সংস্থার তরফে৷
ইন্টেলিজেন্স বুরো বলেছে, তারা জানতে পেরেছে কিছু অসৎ লোকজন জালিয়াতি করে বিভিন্ন পোস্টের জন্য আবেদন আহ্বান করছে৷ ইন্টেলিজেন্স বুরো পরিচালিত বিভিন্ন লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের পরীক্ষার সময় সহায়তা করার বিষয়ে প্রলুব্ধ করছে৷
এমনকী কিছু প্রার্থীকে জাল নিয়োগপত্রও প্রদান করছে৷ ইন্টেলিজেন্স বুরোর তরফে বলা হয়েছে, সম্ভাব্য প্রার্থী বা চাকরিপ্রার্থীদের এই ধরনের অসৎ লোকেদের অভিসন্ধির শিকার হওয়া থেকে বিরত থাকতে হবে৷ ওইসব লোকেরা তাদের ব্যক্তিগত লাভের জন্য কোনও অজ্ঞাতপ্রার্থীকে বা আবেদনকারীকে প্রতারিত করার চেষ্টা করছে৷ ইন্টেলিজেন্স বুরো জানিয়েছে, প্রার্থীদের আবেদন করার আগে বিস্তারিত বিজ্ঞাপন পড়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে৷ প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড পূরণের বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে৷
ইন্টেলিজেন্স বুরো বলেছে, তারা জানতে পেরেছে কিছু অসৎ লোকজন জালিয়াতি করে বিভিন্ন পোস্টের জন্য আবেদন আহ্বান করছে৷ ইন্টেলিজেন্স বুরো পরিচালিত বিভিন্ন লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের পরীক্ষার সময় সহায়তা করার বিষয়ে প্রলুব্ধ করছে৷
এমনকী কিছু প্রার্থীকে জাল নিয়োগপত্রও প্রদান করছে৷ ইন্টেলিজেন্স বুরোর তরফে বলা হয়েছে, সম্ভাব্য প্রার্থী বা চাকরিপ্রার্থীদের এই ধরনের অসৎ লোকেদের অভিসন্ধির শিকার হওয়া থেকে বিরত থাকতে হবে৷ ওইসব লোকেরা তাদের ব্যক্তিগত লাভের জন্য কোনও অজ্ঞাতপ্রার্থীকে বা আবেদনকারীকে প্রতারিত করার চেষ্টা করছে৷ ইন্টেলিজেন্স বুরো জানিয়েছে, প্রার্থীদের আবেদন করার আগে বিস্তারিত বিজ্ঞাপন পড়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে৷ প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড পূরণের বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন