কর্ম দক্ষতা বাড়াতে তিন লক্ষ যুবককে বিদেশ পাঠাল কেন্দ্র - Aaj Bikel
কর্ম দক্ষতা বাড়াতে তিন লক্ষ যুবককে বিদেশ পাঠাল কেন্দ্র

কর্ম দক্ষতা বাড়াতে তিন লক্ষ যুবককে বিদেশ পাঠাল কেন্দ্র

Share This

প্রায় তিন লক্ষ যুবককে জাপান পাঠানোর উদ্যোগ নিল কেন্দ্র সরকার৷ কাজের দক্ষতা বাড়াতে জাপানে গিয়ে পাঁচ বছর প্রশিক্ষণ নেবেন তাঁরা৷ দিল্লির এই উদ্যোগের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷


ট্যুইটারে বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, জাপান ও ভারতের মধ্যে টেকনিক্যাল ইনটার্ন ট্রেনিং প্রোগ্রামের উপর কথা হয়েছে৷ এই নিয়ে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হওয়ার কথা আছে৷ আগামীকাল টোকিও যাচ্ছেন ধর্মেন্দ্র প্রধান৷ সম্ভবত তখনই চুক্তি সাক্ষরিত হবে৷


জাপানে তিন থেকে পাঁচ বছর তাঁদের প্রশিক্ষণ চলবে৷ জাপানি ইকোসিস্টেমে তাঁরা কাজ করবেন৷ তাঁদের উপযুক্ত বাসস্থান ও চাকরির সব সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷ তাঁদের মধ্যে ৫০ হাজারের চাকরি হবে জাপানে৷ জাপানিদের চাহিদা অনুযায়ী চাকরিক্ষেত্রে নিয়োগ হবে৷ বাকিরা যখন জাপান থেকে ফিরবে, তাঁদের অভিজ্ঞতা দেশের কাজে লাগানো হবে বলে জানিয়েছেন তিনি৷

কোন মন্তব্য নেই: