মাদ্রিদ: স্পেনের প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই আজ স্বাধীনতা ঘোষণা করল ক্যাটালোনিয়ার প্রাদেশিক পার্লেমেন্ট। গণভোটের ঠিক ২৭ দিনের মাথায়৷ কিন্তু প্রশ্ন হলো- মাদ্রিদ কি আদৌ এই ঘোষণা মানবে? স্বাধীনতার দাবিতে ১ অক্টোবরের গণভোট অবৈধ ঘোষণা করেছিল স্পেনের আদালত। আজ স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় জানান, তিনি ক্যাটালনের পার্লামেন্ট ভেঙে দিয়ে খুব তাড়াতাড়ি আঞ্চলিক নির্বাচন ঘোষণা করবেন। ''এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এই পদক্ষেপ খুব জরুরি'', বলেন রাজয়।
প্রধানমন্ত্রীর এই কথা থেকে স্পষ্ট যে, ক্যাটালনের স্বায়ত্তশাসন কে়ড়ে নিতেই তিনি এত আগ্রাসী পদক্ষেপ করছেন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই সেনেটে ভোট করাতে চলেছেন রাজয়। সেনেটে তাঁর দল পপুলার পার্টিরই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে আজ বিকেলে বৈঠকে বসেছিলেন সেনেটররা। প্রাথমিক ভাবে ক্যাটালনের উপর খড়্গহস্ত হওয়ার ব্যাপারে রাজয়কে ছা়ড়পত্রও দিয়েছেন তাঁরা।
বার্সেলোনা কিন্তু মেতে উঠেছে শ্যাম্পেনের বন্যায়। রাস্তায় নেমেছেন স্বাধীনতাকামীরা। স্লোগান উঠেছে, ''এই পথঘাট আমাদের। আমাদেরই থাকবে।'' দিনের শুরুতে অবশ্য ছবিটা ছিল একটু অন্য রকম। স্বাধীনতা ঘোষণার প্রস্তাব নিয়ে গোপনেই ভোট শুরু হয়েছিল ক্যাটালনের প্রাদেশিক পার্লামেন্টে। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টে। ফল বেরোতে দেখা গেল, স্বাধীনতা ঘোষণার পক্ষে ভোট পড়েছে ৭০টি। আর বিপক্ষে ১০টি।
প্রধানমন্ত্রীর এই কথা থেকে স্পষ্ট যে, ক্যাটালনের স্বায়ত্তশাসন কে়ড়ে নিতেই তিনি এত আগ্রাসী পদক্ষেপ করছেন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই সেনেটে ভোট করাতে চলেছেন রাজয়। সেনেটে তাঁর দল পপুলার পার্টিরই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে আজ বিকেলে বৈঠকে বসেছিলেন সেনেটররা। প্রাথমিক ভাবে ক্যাটালনের উপর খড়্গহস্ত হওয়ার ব্যাপারে রাজয়কে ছা়ড়পত্রও দিয়েছেন তাঁরা।
বার্সেলোনা কিন্তু মেতে উঠেছে শ্যাম্পেনের বন্যায়। রাস্তায় নেমেছেন স্বাধীনতাকামীরা। স্লোগান উঠেছে, ''এই পথঘাট আমাদের। আমাদেরই থাকবে।'' দিনের শুরুতে অবশ্য ছবিটা ছিল একটু অন্য রকম। স্বাধীনতা ঘোষণার প্রস্তাব নিয়ে গোপনেই ভোট শুরু হয়েছিল ক্যাটালনের প্রাদেশিক পার্লামেন্টে। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টে। ফল বেরোতে দেখা গেল, স্বাধীনতা ঘোষণার পক্ষে ভোট পড়েছে ৭০টি। আর বিপক্ষে ১০টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন