গ্রুপ-ডি পরীক্ষায় সফল প্রার্থীদের পুজোর আনন্দ দ্বিগুণ করবেই এই প্রতিবেদন - Aaj Bikel
গ্রুপ-ডি পরীক্ষায় সফল প্রার্থীদের পুজোর আনন্দ দ্বিগুণ করবেই এই প্রতিবেদন

গ্রুপ-ডি পরীক্ষায় সফল প্রার্থীদের পুজোর আনন্দ দ্বিগুণ করবেই এই প্রতিবেদন

Share This
আজ বিকেল: পুজোর মধ্যেই এবার সুখবর পৌঁছে যাবে এসএমএসের মাধ্যমে৷ রাজ্য সরকারের গ্রুপ-ডি পরীক্ষায় সফল চাকরি-প্রার্থীদের মধ্যে ছ’হাজারের ভাগ্যবানের কপালে সরকারি চাকরির শিকে ছিঁড়বে। তবে, এই পদের জন্য মোট ১৮ হাজার যুবক-যুবতীকে ডাকা হচ্ছে৷ তাঁদের মধ্যেই ছ’হাজার প্রার্থী পাবেন রাজ্য সরকারের মোটা টাকার স্থায়ী চাকরি৷ খবর, আগামী ১৫ অক্টোবর থেকে চূড়ান্ত পর্যায়ের ইন্টারভিউ শুরু হবে। মার্চ-এপ্রিলের মধ্যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে৷ আর দু’এক দিনের মধ্যেই সফল চাকরি-প্রার্থীদের মোবাইলে ঢুকতে শুরু করবে সুখবর৷

                                 

                                          চাকরির সমস্ত খবর জানতে ক্লিক করুন এখানে


চলতি বছরের ২০ মে গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড রাজ্যস্তরে সরকারি দফতরে চতুর্থ শ্রেণির কর্মী কিংবা গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল৷ গত শনিবার তার ফল প্রকাশ হয়েছে। সংশ্লিষ্ট শূন্যপদের সংখ্যা ছিল প্রায় ৬ হাজার। এদিন ফলপ্রকাশের পর দেখা যায়, প্রাথমিকভাবে ১৮ হাজার ১৮৬ জনকে বাছাই করা হয়েছে। অর্থাৎ শূন্যপদের প্রায় তিনগুণ প্রার্থী প্রথম পর্যায়ে সফল হয়েছেন৷ 


                                          সরকারি থেকে বেসরকারি, সব খবর  পাবেন এখানেই


এর আগে নবান্নের তরফে ঢাকঢোল পিটিয়ে জানানো হয়েছিল, আগামী দিনে ৬০ হাজার গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হবে। তার জন্য গঠিত হয় গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড। চলতি বছরের ১ জানুয়ারি বোর্ড কাজ শুরু করে। নবান্নের তরফে প্রাথমিকভাবে ৬ হাজার শূন্যপদে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। মোট ২৪ লক্ষ ৬৮ হাজার আবেদনপত্র জমা পড়ে। বোর্ডের সিদ্ধান্ত অনুসারে, গ্রুপ-ডি কর্মী নিয়োগের জন্য প্রার্থীদের দু’টি ধাপ পেরতে হবে। প্রথমে হবে ৮৫ নম্বরের লিখিত পরীক্ষা। ২০ মে ৭৫ মিনিটের সেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে যে ইন্টারভিউ শুরু হতে চলেছে, তার জন্য বরাদ্দ ১৫ নম্বর। অর্থাৎ দু’টি ধাপ মিলিয়ে মোট ১০০ নম্বরের মধ্যে থেকেই চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে৷  অর্থ দফতরের হিসাব বলছে, চূড়ান্ত পর্বের সফল চাকরিপ্রার্থীরা গ্রুপ-ডি পদে নিয়োগ হওয়ার সঙ্গে সঙ্গে বেতন পাবেন ১৩ থেকে ১৪ হাজার টাকা৷


নবান্ন সূত্রের দাবি, পরীক্ষার্থীরা www.wbgdrb.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল জেনে নিতে পারবেন। বোর্ডের তরফে ই-মেলেও ১৮ হাজার সফল প্রার্থীর কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে।


বোর্ডের ওয়েবসাইটে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র এবং সঠিক উত্তরগুলিও দিয়ে দেওয়া হয়েছে। যাতে পরীক্ষার্থীরা চাইলে নিজেদের উত্তরের সঙ্গে সঠিক উত্তর যাচাই করে দেখতে পারবেন। গ্রুপ-ডি পরীক্ষার সার্বিক স্বচ্ছতা-নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ জানা গিয়েছে, ২০১৮ সালের গোড়ায় গ্রুপ-ডি কর্মী নিয়োগের প্রক্রিয়া শেষ হলে ফের নতুন করে সমস্ত দফতর থেকে কয়েক হাজার চতুর্থ শ্রেণির শূন্যপদের হিসাব চাওয়া হবে৷

কোন মন্তব্য নেই: