যশোহর রোড মামলায় বড় জয় পরিবেশ কর্মীদের - Aaj Bikel
যশোহর রোড মামলায় বড় জয় পরিবেশ কর্মীদের

যশোহর রোড মামলায় বড় জয় পরিবেশ কর্মীদের

Share This

আজ বিকেল: রিপোর্টে ‘ত্রুটি’ থাকার কারণে ফের পিছিয়ে গেল যশোহর রোড মামলার শুনানি৷ আপাত ১৭ নভেম্বর  পর্যন্ত গাছ কাটার উপর স্থগিতাদেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট৷ আজ, দুপুরে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে দেয়, আগামী  ১৭ নভেম্বর পর্যন্ত একটি গাছের গায়েও হাত দেওয়া যাবে না৷ আপাতত গাছ কাটার উপর স্থগিতাদেশ বহাল থাকবে৷ পুজোর আগে এই রায় ঘোষণায় ‘জয়’ বলে মনে করছেন পরিবেশ কর্মীরা৷

কোন মন্তব্য নেই: