আজ বিকেল: চার মাসের মাথায় প্রকাশিত হল রাজ্য সরকারের গ্রুপ ডি’র ফলাফল৷ http://wbgdrb.applythrunet.co.in/ এই লিঙ্কে গিয়ে নয় সংখ্যার আবেদন নম্বর দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন ফলাফল৷ মোট শূন্যপদ- ৬,০০০৷
গত ২০ মে, রাজ্য সরকারের গ্রুপ ‘ডি’ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা নেওয়া হয়৷ প্রথম দফার পরীক্ষায় ৬০০০ পদের জন্য পরীক্ষা দেওয়া হয় মোট ২৫ লক্ষ পরীক্ষার্থীর৷ সব দফতর মিলিয়ে রাজ্যে প্রায় ২৫ হাজার গ্রুপ-‘ডি’-র পদ খালি৷ রাজ্যের গ্রুপ-‘ডি’ রিক্রুটমেন্ট বোর্ডের এটাই প্রথম পরীক্ষা ও তার ফলাফল৷
মোট শূন্যপদ- ৬,০০০
বেতনক্রম-৪,৯০০-১৬,২০০ (পে ব্যান্ড ১)+গ্রেড পে ১,৭০০ টাকা।
ন্যূনতম বয়স ১৮ বছর। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর (১ জানুয়ারি ২০১৭ পর্যন্ত)। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়৷
প্রার্থীকে অবশ্যই ক্লাস এইট পাশ হতে হবে।
লিখিত পরীক্ষার পূর্ণমান ৮৫ নম্বর। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। প্রশ্ন হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণি মানের। OMR শিটে দিতে হবে উত্তর।
পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং ছিল না।
গত ২০ মে, রাজ্য সরকারের গ্রুপ ‘ডি’ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা নেওয়া হয়৷ প্রথম দফার পরীক্ষায় ৬০০০ পদের জন্য পরীক্ষা দেওয়া হয় মোট ২৫ লক্ষ পরীক্ষার্থীর৷ সব দফতর মিলিয়ে রাজ্যে প্রায় ২৫ হাজার গ্রুপ-‘ডি’-র পদ খালি৷ রাজ্যের গ্রুপ-‘ডি’ রিক্রুটমেন্ট বোর্ডের এটাই প্রথম পরীক্ষা ও তার ফলাফল৷
মোট শূন্যপদ- ৬,০০০
বেতনক্রম-৪,৯০০-১৬,২০০ (পে ব্যান্ড ১)+গ্রেড পে ১,৭০০ টাকা।
ন্যূনতম বয়স ১৮ বছর। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর (১ জানুয়ারি ২০১৭ পর্যন্ত)। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়৷
প্রার্থীকে অবশ্যই ক্লাস এইট পাশ হতে হবে।
লিখিত পরীক্ষার পূর্ণমান ৮৫ নম্বর। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। প্রশ্ন হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণি মানের। OMR শিটে দিতে হবে উত্তর।
পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং ছিল না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন