শিক্ষা দপ্তরের অনুমোদন ছাড়াই ১৪ বছরের কর্মজীবন! কীভাবে সম্ভব? - Aaj Bikel
শিক্ষা দপ্তরের অনুমোদন ছাড়াই ১৪ বছরের কর্মজীবন! কীভাবে সম্ভব?

শিক্ষা দপ্তরের অনুমোদন ছাড়াই ১৪ বছরের কর্মজীবন! কীভাবে সম্ভব?

Share This


কলকাতা: হয়তো একেই বলে ‘বেগার খাটা’। বিগত প্রায় ১৪ বছর ধরে শিক্ষা দপ্তরের অনুমোদন ছাড়াই আদিবাসী নির্মল তিরকে এক বিদ্যালয়ে অস্থায়ীভাবে কাজ করে চলেছেন। অথচ, তাঁর নিয়োগে কোনও অনিয়ম নেই। এমনই অভিযোগ তোলা হলে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় আগামী ছয় সপ্তাহের মধ্যে এই প্রসঙ্গে ওই দপ্তরকে সিদ্ধান্ত নিতে বলেছেন।

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এলাকার রামকৃষ্ণপুরের বাসিন্দা নির্মল ২০০৩ সালের জানুয়ারি মাসে বাউল পরমেশ্বর হাইস্কুলে গ্রুপ-ডি পদে যোগ দেন। তাঁর আইনজীবী অঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান, এমন পদে তখনও পর্যন্ত বিদ্যালয় পরিচালন কর্তৃপক্ষই নিয়োগের সিদ্ধান্ত নিতে পারত। কারণ, গ্রুপ-ডি কর্মী নিয়োগ প্রসঙ্গে আইনি বদল হয়েছে ২০০৬ সালে। অথচ, অনেক চেষ্টা করা সত্ত্বেও অজ্ঞাত কারণে নির্মলের চাকরি অনুমোদিত হয়নি। তাই ২০১৩ সালের ১৪ ডিসেম্বর তিনি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কাছে আবেদন করেন। যাতে তাঁর চাকরি স্থায়ী করা হয়। কিন্তু, কোনও সরকারি পদক্ষেপ না হওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। সবকিছু খতিয়ে দেখে আদালত বলেছে, আইন অনুযায়ী মামলাকারী আদিবাসী মানুষটিকে প্রয়োজনীয় সুবিধা প্রদান করতে হবে।

কোন মন্তব্য নেই: