আজ বিকেল: উচ্চ প্রাথমিকে বন্ধ থাকা নিয়োগ চালুর দাবিতে সোমবার আন্দোলনে নামছেন প্রায় কয়েক হাজার চাকরিপ্রার্থী৷ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবি তুলে কমিশনে অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি চূড়ান্ত করে ফেলেছেন চাকরিপ্রার্থীরা৷ আগামী সোমবার ‘NO IF, NO BUT, ONLY MERIT LIST ON THE SPOT’ স্লোগান তুলে মরণ-বাঁচনের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে৷
তবে, চাকরি-প্রার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক দানা বেধে৷ শুরু হয়েছে আন্দোলনের পক্ষ-বিপক্ষে পাল্টা প্রচার৷ তবে, বিতর্কের মাঝেও নিজের আন্দোলন চালিয়ে যেতে মরিয়া চাকরিপ্রার্থীরা৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলছে লাগাতার প্রচার৷ আগামী সোমবারের আন্দোলন কর্মসূচি নিয়ে বিতর্ক দানা বাধলেও আপার প্রাইমারি নিয়োগের স্বার্থে সব কমিটিকে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য আহ্বান করা হয়েছে৷
জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর সল্টলেকের এসএসসির অফিস ঘোরাও করে বিক্ষোভ দেখাবেন চাকরিপ্রার্থীরা৷ মামলার জট কাটিয়ে অতিদ্রুত মেধাতালিকা প্রকাশ করা সহ একাধিক দাবিতে ওই দিন ময়ূখকভবনে সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি, কমিশনের সভাপতির কাছে একটি ডেপুটেশনও দেওয়া হবে৷
ঠিক কী কী দাবি তুলছেন চাকরি প্রার্থীরা? উচ্চ প্রাথমিকে অবিলম্বে মেধাতালিকা প্রকাশের দাবি জানিয়েন আন্দোলনকারী৷ দ্বিতীয়ত, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে চাকরি নিশ্চিত করা৷ অবশিষ্ট শূন্যপদে অপ্রশিক্ষিতদের সুযোগ দেওয়া৷ তৃতীয়ত, আপার টেটের মেরিট লিস্ট আগে প্রকাশ করতে হবে৷ পরে ২০০৯-২০১২ সালের ফাইনাল অন্তর্ভুক্ত মেধা তালিকা প্রকাশ করা৷
পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশের পর ধাপে ধাপে ভেরিফিকেশন ও পরে ইন্টারভিউয়ের প্রক্রিয়া চালুর করে দ্রুত নিয়োগ শেষ করারও দাবি তোলা হয়েছে৷ এছাড়াও অল্প সিটে তাৎক্ষণিক মেধাতালিকা প্রকাশেরও বিরোধিতা করা হয়েছে৷ এতে বহু চাকরিপ্রার্থী ডাক নাও পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ চাকরি প্রার্থীদের দাবি, শিক্ষক নিয়োগের জটিলতা মুক্ত করতে প্রয়োজন পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রাকাশ৷
আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই আন্দোলনের জন্য অনুমতি নেওয়া হয়েছে SSC বাঁচাও কমিটির নামে৷ জানা গিয়েছে, SSC বাঁচাও কমিটির ছাতার নীচে আন্দোলনে যোগ দিচ্ছেন কয়েক হাজার চাকরিপ্রার্থী৷ আন্দোলনকারীদের আর্জি, ‘‘এটা কোনও রাজনৈতিক আন্দোলন নয়৷ ভবিষ্যৎ গড়ার আন্দোলন৷ জীবন জীবিকার জন্য আন্দোলন৷’’
যদিও, এর আগে চলতি বছরের ১৬ অগস্ট পর্ষদ অফিস ঘেরাও করেন এসএসটির পরীক্ষার্থীরা৷ ২০১৫ সালে ১৬ অগস্ট উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য শেষ লিখিত পরীক্ষা নেওয়া হয়৷ পরীক্ষার দু’বছর পরও ফলাফল প্রকাশ না হওয়ায় বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷ পরীক্ষার্থীদের দাবি, রাজ্য সরকার ও কমিশনের উদাসীনতার জেরেই এই সমস্যায় পড়তে হয়েছে৷ যদিও, নিয়োগ পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্টে এখনও ঝুলছে বহু চাকরীপ্রার্থীর ভাগ্য৷ থমকে প্রায় ৩০ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন