কর্মসংস্থানের প্রচুর সুযোগ নিয়ে এল আয়কর দফতর। দেশজুড়ে মোট ২০,৭৫০টি পদে নিয়োগ করা হবে কর্মীদের। ইনকাম ট্যাক্স অফিসার, এও ক্যাডর, পিএস ক্যাডর, টিএ/স্টেনো গ্রেড ২/চালক, নোটিশ সার্ভার/এলডিসি/চালত ও ইন্সপেক্টর অব ইনকাম ট্যাক্স, এক্সিকিউটিভ অ্যাসিসট্যান্ট ও গ্রুপ সি – নিয়োগ করা হবে এই কটি পদে। আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন – উভয় মাধ্যমেই।
কেন্দ্রীয় সরকারি এই চাকরির আবেদন করার জন্য মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা ও স্নাতক – এই শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যিক। সঙ্গে প্রতি মিনিটে ১৫টি হিন্দি ও প্রতি মিনিটে ২০টি ইংরাজি শব্দের টাইপিং স্পিডও থাকতে হবে।
আবেদন করতে পারবেন ১৮-৩৫ বছর বয়েসীরা। পরীক্ষার ফি সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি এখনও। বেতন ২০,৬০০ থেকে ৪৬,৫০০ টাকার মধ্যে। লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে আবেদনকারীদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন