২০,৭৫০ পদে চাকরির সুযোগ আয়কর দফতরে - Aaj Bikel
২০,৭৫০ পদে চাকরির সুযোগ আয়কর দফতরে

২০,৭৫০ পদে চাকরির সুযোগ আয়কর দফতরে

Share This

কর্মসংস্থানের প্রচুর সুযোগ নিয়ে এল আয়কর দফতর। দেশজুড়ে মোট ২০,৭৫০টি পদে নিয়োগ করা হবে কর্মীদের। ইনকাম ট্যাক্স অফিসার, এও ক্যাডর, পিএস ক্যাডর, টিএ/স্টেনো গ্রেড ২/চালক, নোটিশ সার্ভার/এলডিসি/চালত ও ইন্সপেক্টর অব ইনকাম ট্যাক্স, এক্সিকিউটিভ অ্যাসিসট্যান্ট ও গ্রুপ সি – নিয়োগ করা হবে এই কটি পদে। আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন – উভয় মাধ্যমেই।

কেন্দ্রীয় সরকারি এই চাকরির আবেদন করার জন্য মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা ও স্নাতক – এই শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যিক। সঙ্গে প্রতি মিনিটে ১৫টি হিন্দি ও প্রতি মিনিটে ২০টি ইংরাজি শব্দের টাইপিং স্পিডও থাকতে হবে।

আবেদন করতে পারবেন ১৮-৩৫ বছর বয়েসীরা। পরীক্ষার ফি সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি এখনও। বেতন ২০,৬০০ থেকে ৪৬,৫০০ টাকার মধ্যে। লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে আবেদনকারীদের।

কোন মন্তব্য নেই: