কলকাতা: যশোহর রোডে গাছ কাটার উপর আরও এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আজ ছিল মামলার শুনানি৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গাছ কাটার উপর স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দেয়৷ আগামী সাতদিন একটি গাছেও কাটা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে উচ্চ আদালত৷ আগামী সপ্তাহে এই মামলার শুনানি৷
দীর্ঘ সওয়াল জবাবের পর আজ ফের গাছ কাটার উপর স্থগিতাদেশ বহাল রাখে হাইকোর্ট৷ যশোহর রোডে গাছ বাঁচাতে ফেব্রুয়ারিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করে এপিডিআর৷ গত ২৫ এপ্রিল ‘গাছ বাঁচাও কমিটি’র পক্ষ থেকে আরও একটি মামলা দায়ের করা হয়৷ গাছ বাঁচাতে জোড়া মামলার পরিপ্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্ট গাছ কাটা বন্ধ রাখতে নির্দেশ বহাল রাখে৷ গত শুক্রবার যশোহর রোড মামলার শুনানিতে গাছ কাটার উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ আর ফের স্থগিতাদেশ বহাল রাখে আদালত৷
হাইকোর্টে মামলা চললেও ইতিমধ্যেই ২০টির বেশি গাছ কেটে ফেলেছে জাতীয় সড়ক নির্মাণ সংস্থার নিয়োজিত ঠিকা সংস্থা৷ গাছ কাটা রুখতে এর আগেও জোরাল প্রতিবাদে নামেন পরিবেশকর্মীরা৷ গাছ বাঁচাতে মোমবাতি মিছিল করা হয়৷ গাছ কাটার বিরুদ্ধে সবর হন রাজ্যের বিশিষ্ট মহল৷ কবিতা-গান-নাটক-মিছিল-সভা-বিক্ষোভের মাধ্যমে গড়ে ওঠে জোরাল প্রতিরোধ৷ গাছ কাটার উপর স্থগিতাদেশ জারি হতেই কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছেন পরিবেশ কর্মীরা৷ খুশি হাবরা-বনগাঁ-গাইঘাটা অঞ্চলের বাসিন্দারা৷
৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন