পূর্ব মেদিনীপুর স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের ছাগল ও তার খাদ্য বিতরন - Aaj Bikel
পূর্ব মেদিনীপুর স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের ছাগল ও তার খাদ্য বিতরন

পূর্ব মেদিনীপুর স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের ছাগল ও তার খাদ্য বিতরন

Share This


রামনগর : বর্তমান আর্থ-সামাজিক পরিবেশে প্রাণী সম্পদের গুরুত্ব অপরিসীম।সঠিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ এলাকায় অপুষ্টি ও দারিদ্রতা দূর করা সম্ভব।তেমন একে বিকল্প জীবিকা হিসেবে গ্রহণ করে জীবন-জীবিকার মানোন্নয়নও সম্ভব।সোমবার পুর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাণী সম্পদ দফতরের উদ্যোগে গ্রামীণ অর্থ-সামাজিক উন্নতির জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ছাগল ছানা বিলি করা হল।এ দিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ছাগল ছানা সহ খাওয়ার তুলে দেন পুর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ দেবব্রত দাস।

তিনি বলেন,"রামনগর-২ ব্লকের ৮ টা গ্রাম পঞ্চায়েত এলাকার কুড়িজন উপভোক্তার হাতে পাঁচটি করে মোট একশোটি ছাগল ছানা তুলে দেওয়া হল।"ব্লকের প্রাণী সম্পদ আধিকারিক অরবিন্দ মাইতি বলেন,"গ্রামীণ এলাকায় পিছিয়েপড়া মানুষদের অর্থনীতিক সর্মিদ্ধির জন্যেই এই উদ্যোগ।" এক উপভোক্তা বলেন,"ছাগল পালন করে যেমনি আনন্দ পাব,তেমনি অর্থনৈতিকভাবে লাভবানও হব।"পাশাপাশি প্রত্যেক উপভোক্তাকে ২৮ কিলোগ্রাম খাওয়ারও তুলে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই: