শিলিগুড়ি : মঙ্গলবার সকালে দিকে ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল শিলিগুড়ি মহকুমা। এদিন মহকুমার বিধাননগরের ৩১ নম্বর জাতীয় সড়কে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়ল মোট ৫টি গাড়ি। জখম হলেন ১২ জন। এদের মধ্যে ৭ জনের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গেছে, এদিন সকালে বিধানগরের ৩১ নম্বর জাতীয় সড়কের ওপরে ঘন কুয়াশার কারণে প্রথমে একটি মালবোঝাই ট্রাক উল্টে যায়। গাড়িতে থাকা চালক ও খালাসি সামান্য জখম হয়েছে। প্রাণে রক্ষা পেয়েছেন তাঁরা। ট্রাকটিকে সরানোর কাজ চলছিল। এরইমধ্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে এসে ধাক্কা মারে আরেকটি মালবোঝাই পিকআপ ভ্যান। এরপর একে একে ৩টি মালবোঝাই গাড়ি একে এক্ইভাবে ধাক্কা মারে একে অপরকে। ৫টি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি থেকেই নেমেই প্রত্যেকেই সরে গিয়েছেন নিরাপদ স্থানে। অনেকে আবার দুরে গিয়ে অন্যান্য গাড়িগুলিকে দাঁড় করিয়েছেন। ঘটনায় মোট ১২ জন জখম হন। এদের মধ্যে ৭ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পিকআপ ভ্যানের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে চলে আসে। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরানোর কাজ করা হয়। প্রায় কয়েক ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। গাড়িগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে মোট ৫টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন