জানেন কী, মাত্র ২০ মিনিটের মধ্যেই আধার তথ্য ‘ফাঁস’ হতে পারে! - Aaj Bikel
জানেন কী, মাত্র ২০ মিনিটের মধ্যেই আধার তথ্য ‘ফাঁস’ হতে পারে!

জানেন কী, মাত্র ২০ মিনিটের মধ্যেই আধার তথ্য ‘ফাঁস’ হতে পারে!

Share This

নয়াদিল্লি: আধারের তথ্য ফাঁস করতে বিশ্বের দ্রুততম কম্পিউটারেরও লাখ লাখ বছর সময় লেগে যাবে৷ ক’দিন আগে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এমনই দাবি করেছেন ‘ইউআইডিএআই’-এর সিইও৷ 

শনিবার ‘জেডডিনেট’ নামে একটি ওয়েবসাইট দাবি করল, এক রাষ্ট্রায়ত্ত সংস্থার নেটওয়ার্কে আধার সংক্রান্ত তথ্য এতটাই অরক্ষিত অবস্থায় রয়েছে যে, একটু চেষ্টা করলেই তার নাগাল পাওয়া যেতে পারে৷ করণ সাইনি নামে দিল্লির বাসিন্দা এক গবেষকের বক্তব্য, কোনও ভাবে ওই সংস্থার নেটওয়ার্কে ঢুকতে পারলে, ২০ মিনিটের মধ্যেই আধার কার্ডধারীদের যাবতীয় ব্যক্তিগত তথ্য হাতে চলে আসবে৷ যার মধ্যে কার্ডধারীর নাম, আধার নম্বর, এমনকী ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও থাকতে পারে! 

আগেও একাধিক বার বিভিন্ন সরকারি সংস্থা থেকে আধার তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে , যদিও তার কোনওটিই এখনও প্রমাণ হয়নি৷ আধার তথ্য কতটা নিরাপদ তা নিয়ে আপাতত সুপ্রিম কোর্টে লড়াই চলছে৷ এরই মধ্যে সামনে এল এমন চাঞ্চল্যকর অভিযোগ৷ 

তবে , প্রতিবেদনে ওই রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার নাম উল্লেখ করেনি ‘জেডডিনেট’৷ খবর ছড়িয়ে পড়ার পর তড়িঘড়ি প্রতিক্রিয়া দিতে আসরে নামে আধার কর্তৃপক্ষ৷ বিকেলের দিকে ‘ইউআইডিএআই ’-র মুখপাত্র বলেন , তিনি একটু পরে কথা বলবেন৷ কিছুক্ষণের মধ্যেই বিবৃতি জারি করে আধার কর্তৃপক্ষ বলে , তথ্য ফাঁস হওয়ার খবর একেবারে ভিত্তিহীন৷ এমন কিছুই ঘটেনি৷ আধারের তথ্যভাণ্ডার কোনও একটি সংস্থা থেকে ফাঁস হওয়া সম্ভব নয়৷ আধার পুরোপুরি নিরাপদ৷ খবরটিকে দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করা হয়েছে বিবৃতিতে৷

কোন মন্তব্য নেই: