শেষ হচ্ছে জিও প্রাইমের বৈধতা, তারপর... - Aaj Bikel
শেষ হচ্ছে জিও প্রাইমের বৈধতা, তারপর...

শেষ হচ্ছে জিও প্রাইমের বৈধতা, তারপর...

Share This

মুম্বই: আপনি কি জিও’র পরিষেবা নেন? তাহলে আপনার জন্য খারাপ খবর দিচ্ছে এই টেলি সংস্থা৷  মুকেশ অম্বানীর রিলায়েন্স জিও সাফ জানিয়ে দিয়েছে, আগামী অর্থ বর্ষ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে উঠে যাবে জিও প্রাইমের বৈধতা। জিও প্রাইমের বৈধতা শেষ হওয়ার আগে অবশ্য গ্রাহকদের জন্য অন্য কোনও অফার আনতে পারে রিলায়্যান্স জিও।

শিক্ষা ও চাকরির সমস্ত আপডেট পেতে  ‘Aaj Bikel’ ফেসবুক পেজ লাইক করুন৷ 

 

ব্যবসার কথা মাথায় রেখে নিজের ১৬ কোটিরও বেশি গ্রাহকদের জন্য জিও প্রাইমের বৈধতাও বাড়িয়ে দিতে পারে বলেও অনেকে মনে করছেন৷ কিন্তু, বাস্তবে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহে আছে৷  এখনও পর্যন্ত রিলায়েন্সের তরফে কিছুই নিশ্চিত করা হয়নি৷ 

এতদিন জিও প্রাইমের মেম্বারশিপের জেরে গ্রাহকরা রিচার্জ না করেও ১২৪ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহারের করতে পারতেন। সঙ্গে ছিল জিও থেকে জিও আনলিমিটেড ফ্রি কলিংয়ের পরিষেবা৷ সমস্ত জিও অ্যাপ ব্যবহারের সুবিধা ছিল৷ অফারের মূল্য ছিল মাত্র ৯৯ টাকা৷ তবে, সেই সুখের দিন ফুরিয়ে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে৷ 

গত ২০১৬-এর পয়লা সেপ্টেম্বর থেকেই আকর্ষণীয় অফারের দৌলতে ভারতের বাজারে প্রায় একছত্র আধিপত্য বিস্তার করেছে জিও৷ প্রথমে তিন মাস ও পরে আরও তিন মাস টানা অফারে বাজার গরমও করে ফেলে  মুকেশ অম্বানীর রিলায়েন্স জিও৷ ২০১৬-এর সেপ্টেম্বর থেকে ২০১৭-এর মার্চ মাস পর্যন্ত একটানা ছ'মাস ধরে গ্রাহকদের ফ্রি কলিং ও ফ্রি ইন্টারনেট পরিষেবা দেওয়ার পর বাজার বুঝে ‘পকেট’ কাটতে মাঠে নামছে জিও৷

কোন মন্তব্য নেই: