আইসিএসই ষ্কুলগুলিতে নবম ও একাদশ শ্রেনির পরীক্ষায় একই প্রশ্নপত্র - Aaj Bikel
আইসিএসই ষ্কুলগুলিতে নবম ও একাদশ শ্রেনির পরীক্ষায় একই প্রশ্নপত্র

আইসিএসই ষ্কুলগুলিতে নবম ও একাদশ শ্রেনির পরীক্ষায় একই প্রশ্নপত্র

Share This

কলকাতা  : এবার থেকে আইসিএসই ষ্কুলগুলিতে নবম ও একাদশ শ্রেনির পরীক্ষায় একই রকম প্রশ্নপত্র হবে। তবে, মূল্যায়ণ হবে নিজেদের মধ্যে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে মূল বিষয়গুলির পরীক্ষা শুরু হবে এই পদ্ধতি। দি কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেটস এক্সামিনেশনস এ কারণে ওই সব বিষয়ের প্রশ্ন তৈরিতে উদ্যোগী হয়েছে। এগুলি স্বীকৃত স্কুলগুলি ব্যবহার করবে। কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কাউন্সিলের মতে, পরীক্ষার প্রশ্নপত্রের ব্যাপারে এই পদ্ধতিতে পাঠ্যক্রমের নিরিখে দেশ-বিদেশে তাদের স্বীকৃত স্কুলগুলির মধ্যে বাড়তি সমতা তৈরি করবে। মূল লক্ষ্য, দু’বছরে ভাগ করে পাঠ্যক্রমের নির্দিষ্ট অংশগুলি ছাত্রছাত্রীদের পড়িয়ে দেওয়া। প্রতিটি চ্যাপ্টারের ওপর থাকবে নির্দিষ্ট ‘ওয়েটেজ’। কাউন্সিলের সার্কুলারে বলা হয়েছে, এই কমন বা একই প্রশ্নপত্রের ফলে শিক্ষাদানের মানেও সমতা আনা যাবে।

কোন মন্তব্য নেই: