শূন্য থেকে ১৬২! চাকরির পরীক্ষায় বড়সড় ‘নম্বর কেলেঙ্কারি’ বাংলায় - Aaj Bikel
শূন্য থেকে ১৬২! চাকরির পরীক্ষায় বড়সড় ‘নম্বর কেলেঙ্কারি’ বাংলায়

শূন্য থেকে ১৬২! চাকরির পরীক্ষায় বড়সড় ‘নম্বর কেলেঙ্কারি’ বাংলায়

Share This

কলকাতা: WBCS পরীক্ষায় নম্বর কেলেঙ্কারির জেরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে পুলিশি তদন্তের দাবি তুলল কর্মী সংগঠনগুলি৷ সম্প্রতি, কমিশনের অফিসের সামনে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল বিভিন্ন কর্মী সংগঠন৷ সংগঠনের প্রতিনিধিরা নম্বর কেলেঙ্কারির ঘটনাটিকে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতার উপর চরম আঘাত বলে অ্যাখ্যা দিয়েছেন৷

শিক্ষা ও চাকরির সমস্ত আপডেট পেতে  ‘Aaj Bikel’ ফেসবুক পেজ লাইক করুন৷ 

 

বিক্ষোভকারীদের দাবি, পিএসসির চেয়ারম্যানের বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত ভাবে তদন্ত করুক পুলিশ৷ কারণ , একজন পরীক্ষকের নম্বর শূন্য থেকে ১৬২-তে বেড়ে যাওয়ার ঘটনা অপরাধমূলক৷ তাঁদের দাবি, জনস্বার্থে নম্বর কেলেঙ্কারির বিরুদ্ধে রাজ্যজুড়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে৷ কারণ, ডব্লিউবিসিএস পরীক্ষায় দুর্নীতির মাধ্যমে অযোগ্য প্রার্থী মেধা তালিকায় ঠাঁই পেলে প্রশাসন ভেঙে পড়বে৷ যদিও এ বিষয়ে পিএসসি-র চেয়ারম্যান দীপঙ্কর দাশগুন্ত তদন্ত চলছে বলে জানিয়েছেন৷

চাকরি সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে

শিক্ষা সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে

কোন মন্তব্য নেই: